Ads 468x60px

শনিবার, ২ অক্টোবর, ২০১০

উবুন্টুতে ইনস্টল করুন বানশির নতুন ভার্সন

বানশি একটি জনপ্রিয় মিডিয়া প্লেয়ার। সম্প্রতি রিলিজ হল নতুন স্ট্যাবল ভার্সন (1.8.0)। কিছু ফিচার যোগ হয়েছে যেমন- অ্যামাজন এমপিথ্রী স্টোর ও প্লাগইন, মিরো পডকাস্ট ডিরেক্টরী যা স্ট্রীমিং করতে সাহায্য করবে ইত্যাদি। অ্যাপল ডিভাইস আইফোন, আইপ্যাড, আইপড, আইটাচ প্রভৃতির সাপোর্ট, অডিওবুক ও আরো অনেক কিছু।

উবুন্টুতে ইনস্টল করার জন্য টার্মিনালে নিচের কমান্ডগুলো দিন।

[code]$ sudo add-apt-repository ppa:banshee-team/ppa
$ sudo apt-get update
$ sudo apt-get install banshee[/code]

এভাবে রিপো আপডেট করে নতুন ভার্সন ইনস্টল করতে পারবেন।

শুক্রবার, ১ অক্টোবর, ২০১০

পৃথিবীর মত গ্রহ

পৃথিবীতে মানুষ বাড়ছে, নি:শেষ হয়ে যাচ্ছে পৃথিবীর সম্পদ। যখন পৃথিবী নিজের সব কিছু মানুষের জন্য উজাড় করে দেবে তখন মানুষ কোথায় যাবে ? হয়তো এখন এমন ঘটবে না তবে ভবিষ্যতেও যে ঘটবে না তার নিশ্চয়তা নেই। বিজ্ঞানীরাও কিন্তু বসে নেই। তারা আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন কিছু করার জন্য, খুঁজছিলেন পৃথিবীর মত কোন গ্রহ। তাতে কিছুটা হলেও সফল। সৌরজগতের বাইরে পাওয়া গেছে একটি গ্রহের সন্ধান যা মাত্র ২০ আলোকবর্ষ দূরে। Gliese 581 নামক একটি তারাকে ঘিরে গ্রহটি আবর্তিত হচ্ছে যার আবহাওয়া না গরম না ঠান্ডা। এটাই বিজ্ঞানীদের আশাবাদী করে তুলেছে। গ্রহটির নাম দেয়া হয়েছে Gliese 581g।



গ্রহটির ব্যাসার্ধ ও ভর পৃথিবীর চেয়ে সামান্য বেশী। মধ্যাকর্ষণ বলও পৃথিবীর কাছাকাছি। তবে তাপমাত্রা হিমাঙ্কের নিচে হলেও প্রাণ ধারন করা সম্ভব। মাত্র ৩৭ দিনে সেখানে বছর হয়, অর্থাৎ একবার সূর্যকে ঘুরে আসতে তার মাত্র ৩৭ দিন লাগে। তরল পানি, পাথুরে স্থলভাগ ও সমৃদ্ধ বায়ুমন্ডল গ্রহটিকে নিয়ে আগ্রহ বাড়িয়ে দিয়েছে। তবে আহ্নিক গতি কম থাকার জন্য এর এক দিকে অন্ধকার ও অন্যদিকে আলো। এর মাঝামাঝি স্থানটি হতে পারে প্রাণের উপযুক্ত আবাস। বিজ্ঞানীরা এরকম আরো গ্রহ পাওয়ার আশা ছাড়ছেন না। এখন অপেক্ষা ছাড়া উপায় নেই, সে গ্রহে যেতে প্রায় ২০০ বছর লেগে যাবে যদি আলোর গতির এক দশমাংশ বেগ সম্পন্ন কোন নভোযানে করে যাওয়া যায়।

গিম্পে ছবি টুকরো টুকরো করা

আজকে গিম্প দিয়ে মজার একটা কাজ করব। সময়সাপেক্ষ কাজ, তবে ধৈর্য নিয়ে করতে পারলে দারুন আউটপুট পাব আমরা। যা করব তা হল একটা ছবিকে ছিঁড়ে ফেলব। ভাবছেন কি বকছি আবোল-তাবোল, তাহলে দেখুন। সত্যিই একটি ছবি দুই টুকরো করে ফেলব আজকে। এজন্য নিলাম ল্যুসিড লিংক্স-এর ছবি। হ্যাঁ, উবুন্টুর সেই ল্যুসিড লিংক্স।

প্রথমেই নিউ ফাইল নিন যা ব্যকগ্রাউন্ড হিসেবে ব্যবহার করব। এর আকৃতি যে ছবিটি নিয়ে কাজ করবেন তার চেয়ে বেশী হতে হবে।  ব্যকগ্রাউন্ডকে একটু সাজানো যাক, আমি হলদে করে ফেললাম। এজন্য প্রথমে ফিল বাকেট টুল দিয়ে লেয়ারটি হলুদ করে  Filter > Artistic > Apply Canvas এ ক্লিক করুন ব্যকগ্রাউন্ড লেয়ার সিলেক্টেড অবস্থায়। ডিফল্ট সেটিংস রাখুন।

আজকে গিম্প দিয়ে মজার একটা কাজ করব। সময়সাপেক্ষ কাজ, তবে ধৈর্য নিয়ে করতে পারলে দারুন আউটপুট পাব আমরা। যা করব তা হল একটা ছবিকে ছিঁড়ে ফেলব। ভাবছেন কি বকছি আবোল-তাবোল, তাহলে দেখুন। সত্যিই একটি ছবি দুই টুকরো করে ফেলব আজকে। এজন্য নিলাম ল্যুসিড লিংক্স-এর ছবি। হ্যাঁ, উবুন্টুর সেই ল্যুসিড লিংক্স।

প্রথমেই নিউ ফাইল নিন যা ব্যকগ্রাউন্ড হিসেবে ব্যবহার করব। এর আকৃতি যে ছবিটি নিয়ে কাজ করবেন তার চেয়ে বেশী হতে হবে। ব্যকগ্রাউন্ডকে একটু সাজানো যাক, আমি হলদে করে ফেললাম। এজন্য প্রথমে ফিল বাকেট টুল দিয়ে লেয়ারটি হলুদ করে Filter > Artistic > Apply Canvas এ ক্লিক করুন ব্যকগ্রাউন্ড লেয়ার সিলেক্টেড অবস্থায়। ডিফল্ট সেটিংস রাখুন।




নতুন একটি ছবি নিয়ে সেটি ব্যকগ্রাউন্ডে পেস্ট করুন, আমার ক্ষেত্রে ল্যুসিড লিংক্স। ছবির নাম দিন right, ও হ্যাঁ ফ্লোটিং লেয়ারে রাইট ক্লিক করে নিউ লেয়ার সিলেক্ট করলে নতুন লেয়ার তৈরী হবে।




এবার লেসো টুল নিয়ে মাঝ বরাবর কেটে ফেলুন, যেমনটি আমি করলাম।




এবার Select > Distort এ ক্লিক করে OK করুন। ডিফল্ট সেটআপ রাখুন।


Ctrl + I চেপে ইনভার্ট সিলেকশান করুন। এবার Edit > Copy এবং Edit > Paste এ ক্লিক করুন। দেখবেন নতুন ফ্লোটিং লেয়ার দেখা যাচ্ছে। সেটিতে রাইট ক্লিক করে নিউ লেয়ার হিসেবে নিন এবং নাম দিন left ।

এখন আমাদের তিনটি লেয়ার, background , right & left।


প্রথম লেয়ার (left) টি ডিজেবল করে দিন চোখের আইকনে ক্লিক করুন।


লেয়ারটিতে রাইট ক্লিক করে Alpha to Selection সিলেক্ট করুন। এবার right লেয়ারটি সিলেক্ট করুন।

বাকেট টুল ব্যবহার করে সিলেক্টেড রিজিওন সাদা করে দিন।


লেসো টুল নিন এবং মাঝ বরাবর ছবির মত কেটে নিন।


আবার Select > Distort এ ক্লিক করে OK করুন। এরপর Select > Grow এ ক্লিক করে 4 দিন।


কী-বোর্ডের Del বাটন চেপে সাদা অংশটি মুছে ফেলুন। Select > None চাপুন এবং left লেয়ারটি এনাবল করুন । রাইট ক্লিক করে Alpha to Selection করুন এবং Ctrl + I চেপে ইনভার্ট সিলেকশান করুন। আবার বাকেট টুল নিন এবং সিলেক্টেড রিজিওন সাদা করে দিন। আগের মতোই লেসো টুল নিয়ে মাঝ বরাবর সিলেক্ট করে Select > Distort এ ক্লিক করে OK দিতে হবে।


Select > Grow এ 7 দিয়ে OK করুন। আবার Del চেপে সাদা অংশ ফেলে দিন। দেখুন ছবিটি কেমন দেখাচ্ছে।


এবার যেকোন লেয়ার সিলেক্ট করে রোটেট করতে পারেন রোটেট টুল ব্যবহার করে।


দুটো লেয়ারই রোটেট করা হয়ে গেলে left লেয়ারটি সিলেক্ট করে রাইট ক্লিক করে মার্জ করে নিন নিচের লেয়ারের সাথে।

তারপর আরেকটু অলঙ্করনের জন্য Filters > Light and Shadow > Drop Shadow এ ক্লিক করে OK করে দিন।


দেখুন শেষ পর্যন্ত কি হলো।


এভাবে আপনি যেকোন ছবিকে এরকম দুই টুকরো করে ফেলতে পারেন। তো আর কি, শুরু করে দিন !

Like us on Facebook