Ads 468x60px

রবিবার, ১৬ সেপ্টেম্বর, ২০১২

ফায়ারফক্সে ফন্ট সেটাপ: ওপেনসুয্যে ১২.২

ইন্টারনেট ব্রাউজ করার জন্য ফায়ারফক্স আমাদের প্রিয় একটি ব্রাউজার। গতানুগতিক ফন্ট যদি পাল্টে নেয়া যায় তাহলে কেমন হয়? বিশেষ করে বাংলার জন্য, আর ইংরেজীর জন্য? সে কাজটিই আজ করবো। বাংলার জন্য ব্যবহার করবো সোলায়মানলিপি, ইংরেজীর জন্য অক্সিজেন। সোলায়মানলিপি ডাউনলোড করুন এই লিঙ্ক থেকে, তারপর ডাবল ক্লিক করে সিস্টেমের জন্য ইনস্টল করে নিন (দুইবার পাসওয়ার্ড দিতে হতে পারে)। অক্সিজেন ফন্ট ইনস্টল করার জন্য নিচের দুটো কমান্ড কপি-পেস্ট করুন টার্মিনালে। sudo zypper in git
git clone http://anongit.kde.org/oxygen-fonts ফন্ট ইনস্টল করা হয়ে গেলে ফায়ারফক্স চালু করুন। প্রেফারেন্সে গিয়ে কন্টেন্ট ট্যাব চালু করুন। এডভান্সে ক্লিক করে ফন্ট সেটাপ নিচের মতো করে দিন। ইংরেজীর জন্য বাংলার জন্য এবার দেখুন কেমন লাগছে বাংলা সাইটগুলো, পাশাপাশি ইংরেজী সাইটও দেখুন। পার্থক্য নিজেই বুঝতে পারবেন।

শনিবার, ১৫ সেপ্টেম্বর, ২০১২

ওপনসুয্যে ১২.২ ইনস্টল পরবর্তী কাজের তালিকা



ওপেনসুয্যে ইনস্টল করার পর কি কি করা লাগে তা নিয়ে টেনশানে ভুগি আমরা অনেকেই। আমি নিজেও প্রায়ই কনফিউজ হয়ে পড়ি। কি ইনস্টল করবো, কি করবো না এসব নিয়ে গুগল মামাকে গুঁতানো হয় প্রায়ই। মামা যেসব হেল্প নিয়ে আসে তা কিছু কাজে লাগে কিছু আবার বাহুল্য বলে মনে হয়। তাই চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নিলাম নিজেই একটা লেখা লিখে ফেলি, “থিংস টু ডু আফটার ওপেনসুয্যে 12.2 ইনস্টলেশন”। লিখছি বাংলায়, ইংরেজী নাম কেন দেব? তা দিচ্ছিও না। বকর বকর না করে কাজের কথায় যাওয়া যাক। শুরুতে বলে রাখি এটা একান্ত আমার নিজস্ব দৃষ্টিকোণ থেকে বানানো কাজের তালিকা। একেকজনের চাহিদা একেকরকম থাকা স্বাভাবিক, তাই সবার ইচ্ছার প্রতিফলন ঘটানো সম্ভব হয়নি।

প্রথম কাজ: রিপোজিটরি আপডেট

ইনস্টল করার পর সর্বপ্রথম কাজ ইন্টারনেট লাইন ঠিকমতো চলছে কিনা দেখা। আপনার ক্যাট5 ক্যাবল, কিংবা অপটক্যাল ফাইবার (যেটা আমি ব্যবহার করছি, হি হি), অথবা বাংলার সিংহের মডেম টেনেটুনে-টোকা দিয়ে দেখুন চলছে কিনা। সব ঠিক থাকলে আয়েশ করে পিসির সামনে বসুন।

ওপেনসুয্যে লগ-ইন করে কিক-অফ মেনু থেকে টার্মিনাল (কনসোল) খুলুন। নিচের লাইনগুলো পেস্ট করে দিন (Ctrl+Shift+v)। পেস্ট করে এন্টার চাপুন। পাসওয়ার্ড চাইলে রুটের পাসওয়ার্ড দিন। অপেক্ষা করুন কয়েক সেকেন্ড।
sudo zypper ar -f http://packman.inode.at/suse/openSUSE_12.2/ packman
sudo zypper ar -f http://opensuse-guide.org/repo/12.2/ libdvdcss

এরপর রিপো রিফ্রেশ করুন।
sudo zypper ref
অত:পর আপডেট দিন।
sudo zypper update

দ্বিতীয় কাজ: মাল্টিমিডিয়া

আপডেট শেষ হলে হয়তো ইচ্ছে হলো একটা গান শুনবেন। হার্ডডিস্কের মাইনকা চিপায় থাকা দুষ্টু ভিডিও দেখার শখও জাগতে পারে। তাহলে একটু সবুর করুন মশাই। কাজ আরো বাকি। মাল্টিমিডিয়া চালু করার জন্য নিচের কমান্ডগুলো পূর্বের নিয়মে কপি-পেস্ট করে টার্মিনালের কালো পর্দায় বসিয়ে দিন। এরপর এন্টার চেপে কিছু সময় অপেক্ষা করুন (এবার সময় বেশি লাগবে)।
sudo zypper in libdvdcss2 vlc libxine2-codecs libxine2-pulse k3b-codecs lame  gstreamer-0_10-ffmpeg gstreamer-0_10-plugins-bad  gstreamer-0_10-plugins-ugly gstreamer-0_10-plugins-ugly-orig-addon  w32codec-all MPlayer smplayer gstreamer-0_10-plugins-good libxine2  libdvdplay0 libdvdread4 libdvdnav4 xine-ui libmad0 libavutil51 sox  libxvidcore4 xvidcore libavcodec52 libavdevice52 libvlccore4 libvlc5 lsb  pullin-flash-player flash-player gstreamer-0_10-ffmpeg  gstreamer-0_10-fluendo-mp3 gstreamer-0_10-fluendo-mpegdemux  gstreamer-0_10-fluendo-mpegmux gstreamer-0_10-plugins-base  gstreamer-0_10-plugins-good-extra k3b vlc-aout-pulse libquicktime0  gstreamer-0_10-plugins-bad-orig-addon gecko-mediaplayer

কোডেক ইনস্টল হলো, আপনার প্রিয় ভিএলসি প্লেয়ারটাও ইনস্টল করা দরকার।
sudo zypper in vlc

আরেকটা মিডিয়া প্লেয়ার ইনস্টল করতে পারেন, সেটা হলো এসএমপ্লেয়ার।
sudo zypper in smplayer

ক্লেমেন্টাইন নামক একটা মিডিয়া প্লেয়ার অনেকের ভাল লাগতে পারে, গান শুনতে হলে এটা দারুণ কাজ দেয়।
sudo zypper in clementine

তৃতীয় কাজ: ইন্টারনেট

ইন্টারনেট ব্রাউজার হিসেবে ফায়ারফক্স দেয়া থাকে, আমি আবার মাঝে মাঝে গুগল ক্রোম ব্যবহার করি। আপনিও চেখে দেখতে পারেন গুগল ক্রোম নিচের লিঙ্কে গুঁতিয়ে।

আরেকটা ব্রাউজার, নাম তার ক্রোমিয়াম। আমার ভাল লাগে, ইনস্টল করতে পারেন গুগল ক্রোমের বিকল্প হিসেবে।
sudo zypper in chromium

অডিও-ভিডিও ডাউনলোড করার জন্য Kget, Ktorrent দেওয়াই আছে। এরপরেও প্রয়োজন হলে জেডাউনলোডার ইনস্টল করে নিতে পারেন। টরেন্টের জন্য ডেল্যুগে ইনস্টল করা যেতে পারে।
sudo zypper in deluge
চতুর্থ কাজ: অন্যান্য প্যাকেজ

আরো কিছু প্রয়োজনীয় প্যাকেজ ইনস্টল করে রাখা যায়।

অ্যাডব রিডার
sudo zypper in acroread
শাটার
sudo zypper in shutter
আইসো মাউন্ট করার জন্য AcetoneISO ইনস্টল করে নিন।
sudo zypper in acetoneiso

উইন্ডোজ ঘরানার অ্যাপ্লিকেশন চালানোর জন্য Wine ইনস্টল করতে পারেন। যা সফটওয়্যার সেন্টারে খুঁজলেই পেয়ে যাবেন। যারা ভাবছেন সফটওয়্যার সেন্টার আবাই কই থেকে উদয় হলো তাদের বলছি, ওপেনসুয্যের স্পেশাল একটা সাইট আছে ([url]http://software.opensuse.org[/url]); যেখানে কোন অ্যাপ্লিকেশনের নাম দিয়ে সার্চ দিলে ওয়ান-ক্লিক ইনস্টলার হাজির হয়। ডাউনলোড করে (ঘাবড়াবেন না, সাইজ অতি ক্ষুদ্র) ইনস্টল করতে হয় শুধু।



পঞ্চম কাজ: হার্ডডিস্ক অটো মাউন্ট

আপনার হার্ডডিস্কের শুধু একটি বা দুটি পার্টিশান লিনাক্সের জন্য বরাদ্দ রেখেছেন, বাকিগুলো একসেস করতে গেলে আবার পাসওয়ার্ড দিতে হয়। রাইটও করা যায় না। এসব অনাকাঙ্খিত পরিস্থিতি এড়াতে হলে নিচের পদ্ধতি অনুসরন করুন।

Yast → System → Partitioner  এ ক্লিক করতে হবে। তারপর আপনার হার্ডডিস্কের বর্তমান অবস্থা ভেসে উঠবে একটি উইন্ডোতে। যে পার্টিশান মাউন্ট করতে চান তাতে রাইট ক্লিক করে Edit এ ক্লিক করুন। আরেকটি উইন্ডো খুলবে সেখান থেকে ছবির মতো মাউন্ট পয়েন্ট (/windows/DRIVE) ঠিক করে দিন।







এরপর ফিনিশে ক্লিক করে বের হয়ে আসুন। এভাবে সবকটি ড্রাইভ মাউন্ট করতে পারবেন।

শেষ কাজ: কেডিই আপগ্রেড (অপশনাল)

এই কাজ সম্পূর্ণ অপশনাল। চাইলে করতে পারেন। না চাইলে বাদ দিয়ে দিতে পারেন। কাজটা হলো কেডিই আপডেট। আমি যেহেতু সর্বশেষ ডিই ব্যবহার করতে চাই সেহেতু ওপেনসুয্যের সঙ্গে আসা কেডিই 4.8 এ চলছে না। নতুন কেডিই হলো 4.9; এটিতে আপগ্রেড করার জন্য নিচের দুটো রিপোজিটরি ইনস্টল করতে হবে।

sudo zypper addrepo http://download.opensuse.org/repositories/KDE:/Release:/49/openSUSE_12.2/KDE:Release:49.repo[/code]
[code]sudo zypper addrepo http://download.opensuse.org/repositories/KDE:/Extra/KDE_Release_49_openSUSE_12.2/KDE:Extra.repo

রিপোজিটরি ইনস্টল হয়ে গেলে যথারীতি রিফ্রেশ ও আপডেট।

sudo zypper ref
sudo zypper update

পরের ধাপে Yast → Software → Software Management এ ঢুঁ মারতে হবে।


নতুন উইন্ডোর View → Repositories এ ক্লিক করে কেডিই রিপোটি সিলেক্ট করতে হবে। তারপর Switch System Packages এ ক্লিক করে বর্তমান প্যাকেজগুলোকে নতুন রিপোতে নিয়ে নিন।



Accept করে দেখুন নতুন একটি উইন্ডো খুলেছে। OK ক্লিক করে কাজ করার অনুমতি দিয়ে দিন। সিস্টেম কেডিই 4.9 এ সুইচ করবে। এরপর রিস্টার্ট করলেই নতুন কেডিইতে প্রবেশ করবেন।

শেষ কথা

উপরে যে কাজের তালিকা লিখলাম তা শুধু আমার মতো করে। কারো হয়তো অভ্র ইনস্টল করা লাগতে পারে, কারো মডেমের ড্রাইভার। ওসব নাহয় পরে কোন এক সময় আলোচনা করা যাবে। আজ সাধারন কিছু কাজের তালিকা দিলাম যা ওপেনসুয্যেকে প্রতিদিনের কাজে ব্যবহারের উপযোগী করে তুলবে। আমি আশা করছি যারা লিনাক্স মিন্ট, উবুন্টু চালাচ্ছেন তারা অন্তত একটিবার হলেও ওপেনসুয্যে ইনস্টল করে দেখবেন। আমার যে অল্প কয় বছরের লিনাক্স ডিস্ট্রোর অভিজ্ঞতা তাতে ওপেনসুয্যের কেডিই ভার্সনটিকে সেরা কেডিই মনে হয়েছে। বাকিটুকু নিজেই যাচাই করে নিন।

শুক্রবার, ১৪ সেপ্টেম্বর, ২০১২

ওপেনসুয্যে 12.2: ভিডিও প্রিভিউ এনাবলের উপায়

ওপেনসুয্যে ইনস্টল করার পর হার্ডডিস্কের ভিডিওর প্রিভিউ দেখা যায় না। একগাদা ভিডিওর মাঝ হতে প্রয়োজনীয় ভিডিও বের করা কিঞ্চিৎ বিরক্তিকর। ডলফিন ফাইল ম্যানেজারে বাই ডিফল্ট অপশানটা ডিজেবল করা থাকে। একটাই কারণ, তা হলো প্রপাইটরি কোডেকের লাইসেন্সজনিত বাধা। তো ভিডিও প্রিভিউ এনাবল করতে হলে ধাপে ধাপে এগুতে হবে। একে একে দেখা যাক কি করা যায়।

প্রথম ধাপ

প্রথমেই প্রয়োজনীয় কোডেক ইনস্টল করে নিন। এজন্য নিচের কমান্ডগুলো টার্মিনালে পর্যায়ক্রমে দিন।
sudo zypper addrepo http://packman.inode.at/suse/12.2/packman.repo
sudo zypper addrepo http://www.opensuse-guide.org/repo/12.2/libdvdcss.repo
sudo zypper refresh
sudo zypper install libxine2-codecs k3b-codecs ffmpeg lame gstreamer-0_10-plugins-bad gstreamer-0_10-plugins-ugly gstreamer-0_10-plugins-ugly-orig-addon gstreamer-0_10-plugins-ffmpeg libdvdcss2

দ্বিতীয় ধাপ

Yast → Software Management এ ক্লিক করুন।




সার্চ বক্সে kde-mplayer লিখে সার্চ দিন। kde-mplayer-thumbnailer সিলেক্ট করে বাম পাশে টিক চিহ্ন দিন। ইনস্টল করুন।





তৃতীয় ধাপ

এরপর হোম ফোল্ডারে গিয়ে কনট্রোলে ক্লিক করে (রেঞ্চ আইকন) ডলফিন কনফিগারে প্রবেশ করুন। বাম পাশের জেনারেল অপশানে ক্লিক করে ডান পাশের প্রিভিউ ট্যাবে ক্লিক করুন। স্ক্রল করে নিচে নামুন, ভিডিও ফাইল থাম্বসে টিক চিহ্ন দিন। এরপর ওকে ক্লিক করে বেরিয়ে আসুন।



ব্যস, কাজ শেষ। এরপর ভিডিও ফোল্ডার ব্রাউজ করে দেখুন। প্রিভিউতে ক্লিক করলে ভিডিও ফাইলের প্রিভিউ দেখা যাবে।


Like us on Facebook