
গ্রহটির ব্যাসার্ধ ও ভর পৃথিবীর চেয়ে সামান্য বেশী। মধ্যাকর্ষণ বলও পৃথিবীর কাছাকাছি। তবে তাপমাত্রা হিমাঙ্কের নিচে হলেও প্রাণ ধারন করা সম্ভব। মাত্র ৩৭ দিনে সেখানে বছর হয়, অর্থাৎ একবার সূর্যকে ঘুরে আসতে তার মাত্র ৩৭ দিন লাগে। তরল পানি, পাথুরে স্থলভাগ ও সমৃদ্ধ বায়ুমন্ডল গ্রহটিকে নিয়ে আগ্রহ বাড়িয়ে দিয়েছে। তবে আহ্নিক গতি কম থাকার জন্য এর এক দিকে অন্ধকার ও অন্যদিকে আলো। এর মাঝামাঝি স্থানটি হতে পারে প্রাণের উপযুক্ত আবাস। বিজ্ঞানীরা এরকম আরো গ্রহ পাওয়ার আশা ছাড়ছেন না। এখন অপেক্ষা ছাড়া উপায় নেই, সে গ্রহে যেতে প্রায় ২০০ বছর লেগে যাবে যদি আলোর গতির এক দশমাংশ বেগ সম্পন্ন কোন নভোযানে করে যাওয়া যায়।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন