Ads 468x60px

বৃহস্পতিবার, ৫ মে, ২০১১

হাবিজাবি

হঠাৎ লিখতে বসলাম। অথচ আগামীকাল সরকারী চাকুরির পরীক্ষা। সেদিকে খুব একটা মাথা ব্যাথা নেই। মায়ের চিন্তার শেষ নেই। আমার সে চিন্তা হচ্ছে না। কিছু একটা করছি তো, হোক সেটা বেসরকারী। তাই এমন গা-ছাড়া ভাব। টেবিলে বিসিএসের গাইডগুলোয় ধূলোর আস্তরন জমেছে। আজ সেগুলো হাতে নিলাম। তারিখ পড়ে গেছে পরীক্ষার। কিছু লেখার জন্য কিছু জানা থাকা চাই। সেজন্যই পড়ার চেষ্টা করা। মায়ের মুখের পানে চেয়ে পড়া। তাঁর যে বড্ড আশা ছেলে বিসিএস ক্যাডার হবে। ছেলে সেটা বুঝতে পারছে না। সে বিশ্ববিদ্যালয়ে ছাত্র পড়িয়েই মজা পাচ্ছে। কিন্তু সে কিছুটা হলেও বুঝতে পারে এভাবে চলা যায় না। সরকারী চাকরি না হলে জীবনে যে স্থিতি আসবে না। যানজট, লোড-শেডিং, অস্বাস্থ্যকর শহরে যে দম ফেলার জো নেই। তাই ছুটে যেতে ইচ্ছে করে পাখ-পাখালির আবাসে, যেখানে বিশুদ্ধ বাতাস, মুক্ত আকাশ। নেই কার্বন ডাই অক্সাইডের বাড়াবাড়ি। দেশটা ধীরে ধীরে শহর হয়ে যাচ্ছে, মফস্বলের সবুজও হারিয়ে যাচ্ছে। তবুও আশা সবুজ থাকবে। থাকবে মানুষের প্রতি মানুষের ভালোবাসা। বর্তমানে মনে হচ্ছে এটার বড্ড অভাব!

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

Like us on Facebook