Ads 468x60px

সোমবার, ৬ জুন, ২০১১

ফেডোরা (১৫) ইনস্টলের পর করণীয় : পর্ব ১

আমার লিনাক্সের সাথে পরিচয় ফেডোরা দিয়ে। তখন ফেডোরার সাত-পাঁচ না বুঝে ইনস্টল করলেও ইন্টারনেটের সহজলভ্যতা ও লিনাক্স জ্ঞানের অভাবে ফেডোরার স্বাদ নেয়া হয়নি। দিন পাল্টেছে, উবুন্টু-মিন্ট-ওপেনসুয্যে ঘুরে আবার ফেডোরার স্বাদ নিচ্ছি। তবে এবার ভালো লাগার পরিমানটা বেশী। গ্নোম ৩ ইন্টারফেস মনটাকে নতুন রঙে রাঙিয়ে দিয়েছে। সিদ্ধান্ত নিয়েছি ডেস্কটপে ফেডু বাবুকেই প্রধান লিনাক্স ওএস রূপে রাখবো। সাথে ওপেনসুয্যেও থাকবে, এবং ডেবিয়ান ঘরানার লিনাক্স মিন্ট বা উবুন্টু থাকছে উন্নত গ্রাবের জন্য।

ইনস্টল তো হলো, কিন্তু কিছু কাজ যে করা বাকি.........

প্রথমেই যেটা দরকার সেটা হলো টাইটেল প্যানেলে মেনুতে পাওয়ার অপশান যুক্ত করা।

Application → System → Add/Remove Software এ গিয়ে সার্চ বারে gnome-shell-extensions-alternative-status-menu লিখে খুঁজতে হবে। যে অ্যাপ্লিকেশন পাওয়া যাবে তা ইনস্টল করলেই শাটডাউন অপশান চলে আসবে মেনুতে। এটা পেতে হলে কিন্তু লগ-আউট করে লগ-ইন করতে হবে।

আরেকটা বিষয় হলো উইন্ডোতে ম্যাক্সিমাইজ, মিনিমাইজ বাটন যুক্ত করা।

এজন্য GCONF-EDITOR নামক অ্যাপ্লিকেশনটি ইনস্টল করতে হবে পূর্বের নিয়মে। এরপর Configuration Editor খুলে Desktop → Gnome → Shell → Windows এ গিয়ে button_layout এ ক্লিক করে নিচের কোডটি দিতে হবে।

:minimize,maximize,close

আর যদি উবুন্টুর মতো বাম কোণায় বাটনগুলো দেখতে চান তবে দিতে হবে,

close,minimize,maximize:

আজকের মতো এখানেই শেষ করছি। পরবর্তী পর্বে আরো কিছু কাজের কথা বলবো। সে পর্যন্ত হ্যাপি লিনাক্সিং।

1 মন্তব্য(গুলি):

Kalyan Kr Das বলেছেন... Best Blogger Tips

ফেডোরা ১৫ ইন্সটলেশন এবং ইন্সটলেশন পরবর্ত্তী ধাপগুলি নিয়ে আমার দুটি পোস্ট আছে, একবার দেখতে পারেন।
http://kalyanbhattanagar.blogspot.com - এই এড্রেসে পাবেন।

একটি মন্তব্য পোস্ট করুন

Like us on Facebook