Ads 468x60px

শুক্রবার, ১৪ সেপ্টেম্বর, ২০১২

ওপেনসুয্যে 12.2: ভিডিও প্রিভিউ এনাবলের উপায়

ওপেনসুয্যে ইনস্টল করার পর হার্ডডিস্কের ভিডিওর প্রিভিউ দেখা যায় না। একগাদা ভিডিওর মাঝ হতে প্রয়োজনীয় ভিডিও বের করা কিঞ্চিৎ বিরক্তিকর। ডলফিন ফাইল ম্যানেজারে বাই ডিফল্ট অপশানটা ডিজেবল করা থাকে। একটাই কারণ, তা হলো প্রপাইটরি কোডেকের লাইসেন্সজনিত বাধা। তো ভিডিও প্রিভিউ এনাবল করতে হলে ধাপে ধাপে এগুতে হবে। একে একে দেখা যাক কি করা যায়।

প্রথম ধাপ

প্রথমেই প্রয়োজনীয় কোডেক ইনস্টল করে নিন। এজন্য নিচের কমান্ডগুলো টার্মিনালে পর্যায়ক্রমে দিন।
sudo zypper addrepo http://packman.inode.at/suse/12.2/packman.repo
sudo zypper addrepo http://www.opensuse-guide.org/repo/12.2/libdvdcss.repo
sudo zypper refresh
sudo zypper install libxine2-codecs k3b-codecs ffmpeg lame gstreamer-0_10-plugins-bad gstreamer-0_10-plugins-ugly gstreamer-0_10-plugins-ugly-orig-addon gstreamer-0_10-plugins-ffmpeg libdvdcss2

দ্বিতীয় ধাপ

Yast → Software Management এ ক্লিক করুন।




সার্চ বক্সে kde-mplayer লিখে সার্চ দিন। kde-mplayer-thumbnailer সিলেক্ট করে বাম পাশে টিক চিহ্ন দিন। ইনস্টল করুন।





তৃতীয় ধাপ

এরপর হোম ফোল্ডারে গিয়ে কনট্রোলে ক্লিক করে (রেঞ্চ আইকন) ডলফিন কনফিগারে প্রবেশ করুন। বাম পাশের জেনারেল অপশানে ক্লিক করে ডান পাশের প্রিভিউ ট্যাবে ক্লিক করুন। স্ক্রল করে নিচে নামুন, ভিডিও ফাইল থাম্বসে টিক চিহ্ন দিন। এরপর ওকে ক্লিক করে বেরিয়ে আসুন।



ব্যস, কাজ শেষ। এরপর ভিডিও ফোল্ডার ব্রাউজ করে দেখুন। প্রিভিউতে ক্লিক করলে ভিডিও ফাইলের প্রিভিউ দেখা যাবে।


0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

Like us on Facebook