লিনাক্সপ্রেমীদের দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটলো অবশেষে। মুক্তি পেল “ডেবিয়ান স্কুইজ”। ডেবিয়ান কি সেটা লিনাক্স সম্পর্কে ধারণা আছে এমন প্রায় সবাই জানেন। অত্যন্ত স্টেবল এই অপারেটিং সিস্টেমের উপর ভিত্তি করে তৈরী হওয়া উবুন্টু তো এখন লিনাক্সের অন্যতম ব্রান্ড। প্রায় পাঁচ বছর পর “ডেবিয়ান লেনি” বিদায় নিল। এখন তার জায়গায় এল “ডেবিয়ান স্কুইজ”। নতুন ডেবিয়ানের মুক্তি উপলক্ষ্যে ওয়েবসাইটের ডিজাইন পর্যন্ত পাল্টে ফেলেছে ডেবিয়ান কর্তৃপক্ষ। ব্যবহারকারীদের নতুনত্বের স্বাদ দিতেই হয়তো তাদের এ প্রয়াস।
এক নজরে দেখে নেয়া যাক কি কি বিশেষত্ব নিয়ে এল “ডেবিয়ান স্কুইজ” :-
লিনাক্স কার্ণেলের পাশাপাশি বিএসডি কার্ণেল ব্যবহারের সুবিধা
দুটো নতুন পোর্ট যুক্ত করা হয়েছে ফ্রী বিএসডি কার্ণেলে kfreebsd-i386, kfreebsd-amd64
কেডিই প্লাজমা ওয়ার্কস্পেস ও অ্যাপ্লিকেশন 4.4.5
আপডেটেড গ্নোম 2.30
এক্সএফসিই 4.6 ডিই
এলএক্সডিই 0.5.0
এক্স ডট অর্গ 7.5
ওপেন অফিস 3.2.1
গিম্প 2.6.11
প্রায় 29000 সফটওয়্যার প্যাকেজ, যা প্রায় 15000 হাজার সোর্স প্যাকেজ থেকে বানানো
ওপেনজেডিকে 6b18
প্রায় 10000 নতুন প্যাকেজ যুক্ত করা হয়েছে
ডিপেন্ডেন্সি বেসড বুট সিস্টেমের কারণে বুটিং টাইম কম
আরো বিস্তারিত জানার জন্য ঘুরে আসতে পারেন মূল ওয়েবসাইট হতে। আর দেরী কেন, ইনস্টল করে ফেলুন “ডেবিয়ান স্কুইজ”; উপভোগ করুন ডেবিয়ানের পৃথিবী।
ডাউনলোড লিঙ্ক: সিডি/ডিভিডি ইমেজ
রবিবার, ৬ ফেব্রুয়ারী, ২০১১
রিলিজ হয়েছে ডেবিয়ান স্কুইজ
এর দ্বারা পোস্ট করা
Unknown
এই সময়ে
১২:৪৫ PM
0
মন্তব্য(গুলি)
এটি ইমেল করুন
এটি ব্লগ করুন!
X-এ শেয়ার করুন
Facebook-এ শেয়ার করুন

লেবেলসমূহ:
ডেবিয়ান স্কুইজ,
লিনাক্স
শুক্রবার, ৪ ফেব্রুয়ারী, ২০১১
ফাএনজার জন্য লিব্রে অফিস আইকন
লিব্রে অফিস রিলিজ হয়েছে কিছুদিন হলো। আমরা যারা ফাএনজা আইকন সেট ব্যবহার করছি তারা নিশ্চয়ই লক্ষ্য করেছি লিব্রে অফিস খুললে ফাএনজাতে ওপেন অফিসের আইকন দেখা যায়। এটা কেমন যেন লাগে। এজন্যই Funnyguy ফাএনজা আইকনে লিব্রে অফিসের জন্য চমৎকার কিছু আইকন তৈরী করেছেন। প্রথমেই গ্নোম লুক থেকে ডাউনলোড করে নিন কম্প্রেসড ফাইলটি। তারপর ডেস্কটপে এক্সট্রাক্ট করুন। টার্মিনাল খুলে ফাইলটির লোকেশনে যান।এরপর নিচের কমান্ডগুলো দিন।
sudo ./lo-install
পাসওয়ার্ড দিয়ে ইনস্টল করে ফেলুন আইকনগুলো।
sudo ./lo-install
পাসওয়ার্ড দিয়ে ইনস্টল করে ফেলুন আইকনগুলো।

এর দ্বারা পোস্ট করা
Unknown
এই সময়ে
৯:৪০ PM
0
মন্তব্য(গুলি)
এটি ইমেল করুন
এটি ব্লগ করুন!
X-এ শেয়ার করুন
Facebook-এ শেয়ার করুন

লেবেলসমূহ:
উবুন্টু,
ফাএনজা,
লিনাক্স,
লিব্রে অফিস
বৃহস্পতিবার, ৩ ফেব্রুয়ারী, ২০১১
উবুন্টুতে ইনস্টল করুন Atolm থিম
উবুন্টুর অনেক থিমের মাঝে আরেকটি থিমের কথা বলবো আজ। নতুন কাস্টমাইজ থিম এটম(Atolm)। টার্মিনালে পিপিএ'র মাধ্যমে কিংবা ম্যানুয়ালি ইনস্টল করা যায় চমৎকার এ থিম। থিমটি ইনস্টল করার আগে কিছু জিটিকে ইঞ্জিন ইনস্টল করা থাকতে হবে। এগুলো হলো মারিন (murrine), পিক্সবাফ (pixbuf) ও ইকুইনক্স (equinox)। এয়োকেন (AwOken) আইকন থিমও ইনস্টল করা থাকতে হবে। দেখা যাক এগুলো কি করে ইনস্টল করা যায়।
টার্মিনাল খুলে নিচের কমান্ডগুলো ক্রমান্বয়ে দিন।
এয়োকেন আইকন ইনস্টলের জন্য:
sudo add-apt-repository ppa:alecive/antigone && sudo apt-get update
sudo apt-get install awoken-icon-theme
মারিন ইনস্টলের জন্য:
sudo apt-get install gtk2-engines-murrine
ইকুইনক্স ইনস্টলের জন্য:
sudo add-apt-repository ppa:tiheum/equinox
sudo apt-get update
sudo apt-get install gtk2-engines-equinox
এটম থিম ইনস্টলের জন্য:
sudo add-apt-repository ppa:nikount/orta-desktop
sudo apt-get update
sudo apt-get install atolm-theme
কিছু ডেকোরেটর ইনস্টলের জন্য:
sudo apt-get install atolm-xfwm4-decorators
sudo apt-get install atolm-emerald-decorators
ইনস্টল হয়ে গেলে System → Preference → Appearance এ গিয়ে থিম সিলেক্ট করে দিন এটম। দেখুন চমৎকার একটি থিম কি করে আপনার উবুন্টুর চেহারাই পাল্টে দেয়।
আমার ডেস্কটপের একটা ছবি দিয়ে দিলাম। এতে অতিরিক্ত হিসেবে কংকি ও ডকি সেটআপ করা আছে।
টার্মিনাল খুলে নিচের কমান্ডগুলো ক্রমান্বয়ে দিন।
এয়োকেন আইকন ইনস্টলের জন্য:
sudo add-apt-repository ppa:alecive/antigone && sudo apt-get update
sudo apt-get install awoken-icon-theme
মারিন ইনস্টলের জন্য:
sudo apt-get install gtk2-engines-murrine
ইকুইনক্স ইনস্টলের জন্য:
sudo add-apt-repository ppa:tiheum/equinox
sudo apt-get update
sudo apt-get install gtk2-engines-equinox
এটম থিম ইনস্টলের জন্য:
sudo add-apt-repository ppa:nikount/orta-desktop
sudo apt-get update
sudo apt-get install atolm-theme
কিছু ডেকোরেটর ইনস্টলের জন্য:
sudo apt-get install atolm-xfwm4-decorators
sudo apt-get install atolm-emerald-decorators
ইনস্টল হয়ে গেলে System → Preference → Appearance এ গিয়ে থিম সিলেক্ট করে দিন এটম। দেখুন চমৎকার একটি থিম কি করে আপনার উবুন্টুর চেহারাই পাল্টে দেয়।
আমার ডেস্কটপের একটা ছবি দিয়ে দিলাম। এতে অতিরিক্ত হিসেবে কংকি ও ডকি সেটআপ করা আছে।

এর দ্বারা পোস্ট করা
Unknown
এই সময়ে
২:১৫ AM
2
মন্তব্য(গুলি)
এটি ইমেল করুন
এটি ব্লগ করুন!
X-এ শেয়ার করুন
Facebook-এ শেয়ার করুন

বুধবার, ২ ফেব্রুয়ারী, ২০১১
মুভি রিভিউ: ডিপার্চারস (২০০৮)
আজকে একটি ছবির রিভিউ বলব। ছবির নাম ডিপার্চারস। ছবিটি দেখেছি প্রায় দুই বছর আগে, লেখাটাও পুরনো।

এটি জাপানি ছবি যেটি বেশ কটি পুরস্কার জিতে নিয়েছে । ছবির গল্প আবর্তিত হয়েছে এক চাকরি হারানো যুবককে ঘিরে যে নিজের কষ্টগুলো নিজের ভিতর চেপে রাখে। টোকিও শহরে মিউজিক টিমে কাজ করা দাইগো যখন চাকরি হারিয়ে শখের বাদ্যযন্ত্রটি বিক্রি করে দেয় তখন অন্যরকম একটা অনুভূতি হয় । পরবর্তীতে সে চলে আসে নিজের শহরে যেখানে কাজ নেয় মৃতদেহকে সাজ-সজ্জা করানোর । একাজ মেনে নিতে না পেরে স্ত্রী তাকে ছেড়ে চলে যায় । সে সময়ে দাইগোর অবলম্বন হয় ছোটবেলার কমদামি পুরনো বাদ্যযন্ত্রটি আর হারিয়ে যাওয়া ছেলেবেলার স্মৃতিচারণ ।একসময় সন্তানসম্ভবা স্ত্রী ফিরে আসে দাইগোর কাছে যখন দাইগোর ডাক পড়ে কাছের একজন মানুষকে শেষবারের মত সাজানোর কাজের ।
ছবির শেষাংশে দেখা যায় ৩০ বছর আগে চলে যাওয়া পিতার জন্য সন্তানের ভালবাসা, দাইগোর স্মৃতিতে পিতার কোন চেহারা ছিল না।ছিল একজন পুরুষের হাতে ছোট্ট এক শিশুর তুলে দেওয়া একটি শ্বেতপাথরের ছবি। পিতার মৃতদেহের হাতে থাকা সেই পাথরটি মনে করিয়ে দেয় সন্তানের প্রতি জন্মদাতার অকৃত্রিম ভালবাসা । যে দৃশ্য জমতে থাকা কান্নাকে থামতে দিতে চায় না।মনে করিয়ে দেয় আমাদের চারপাশে থাকা শত শত পিতার কথা ।
আশা করি ছবিটি আপনাদের ভাল লাগবে । সময় পেলে দেখে ফেলুন DEPARTURES (Academy Award 2009 Winner & 10 Japan Academy Prize Winner) ।

এটি জাপানি ছবি যেটি বেশ কটি পুরস্কার জিতে নিয়েছে । ছবির গল্প আবর্তিত হয়েছে এক চাকরি হারানো যুবককে ঘিরে যে নিজের কষ্টগুলো নিজের ভিতর চেপে রাখে। টোকিও শহরে মিউজিক টিমে কাজ করা দাইগো যখন চাকরি হারিয়ে শখের বাদ্যযন্ত্রটি বিক্রি করে দেয় তখন অন্যরকম একটা অনুভূতি হয় । পরবর্তীতে সে চলে আসে নিজের শহরে যেখানে কাজ নেয় মৃতদেহকে সাজ-সজ্জা করানোর । একাজ মেনে নিতে না পেরে স্ত্রী তাকে ছেড়ে চলে যায় । সে সময়ে দাইগোর অবলম্বন হয় ছোটবেলার কমদামি পুরনো বাদ্যযন্ত্রটি আর হারিয়ে যাওয়া ছেলেবেলার স্মৃতিচারণ ।একসময় সন্তানসম্ভবা স্ত্রী ফিরে আসে দাইগোর কাছে যখন দাইগোর ডাক পড়ে কাছের একজন মানুষকে শেষবারের মত সাজানোর কাজের ।
ছবির শেষাংশে দেখা যায় ৩০ বছর আগে চলে যাওয়া পিতার জন্য সন্তানের ভালবাসা, দাইগোর স্মৃতিতে পিতার কোন চেহারা ছিল না।ছিল একজন পুরুষের হাতে ছোট্ট এক শিশুর তুলে দেওয়া একটি শ্বেতপাথরের ছবি। পিতার মৃতদেহের হাতে থাকা সেই পাথরটি মনে করিয়ে দেয় সন্তানের প্রতি জন্মদাতার অকৃত্রিম ভালবাসা । যে দৃশ্য জমতে থাকা কান্নাকে থামতে দিতে চায় না।মনে করিয়ে দেয় আমাদের চারপাশে থাকা শত শত পিতার কথা ।
আশা করি ছবিটি আপনাদের ভাল লাগবে । সময় পেলে দেখে ফেলুন DEPARTURES (Academy Award 2009 Winner & 10 Japan Academy Prize Winner) ।
এর দ্বারা পোস্ট করা
Unknown
এই সময়ে
১০:০৮ PM
2
মন্তব্য(গুলি)
এটি ইমেল করুন
এটি ব্লগ করুন!
X-এ শেয়ার করুন
Facebook-এ শেয়ার করুন

লেবেলসমূহ:
ডিপার্চারস,
মুভি,
রিভিউ,
সিনেমার গল্প
উবুন্টুতে এলিগ্যান্ট থিম প্যাক
উবুন্টুতে সুন্দর সুন্দর সব থিম ইনস্টল করা যায় এটা সবাই জানি। আজকে দেখব এলিগ্যান্ট থিম ইনস্টল কিভাবে করা যায়। কথা না বাড়িয়ে দেখি কিভাবে কি করতে হবে।
প্রথমেই নিচের কমান্ডগুলো টার্মিনালে দিন।
আপনার নটিলাস ইলামেন্টারি আপডেট করার জন্য দিন নিচের কমান্ড।
উল্লেখ্য sudo apt-get upgrade কমান্ড দিলে আপনার নতুন আপডেটগুলো ইনস্টল হবে। তাই এটি দিলে সময় নিয়ে দেবেন। আপগ্রেড না করেও ইনস্টল করতে পারেন। সবশেযে এলিগ্যান্ট গ্নোম প্যাক ইনস্টল করার জন্য নিম্নোক্ত কমান্ড দিন।
আপনি লিনাক্স মিন্ট ব্যবহারকারী হলে elegant-gnome-mint এই কমান্ড দিন elegant-gnome এর পরিবর্তে। এবার Applications > Accessories > Elegant GNOME তে যান এবং ইনস্টলের জন্য Ok দিন।

এভাবেই আপনি ইনস্টল করতে পারেন এলিগ্যান্ট থিম প্যাক। আরেকটি কথা, যদি আপনার AwOken আইকন প্যাক ইনস্টল করা থাকে সেটি আনইনস্টল করে নিন সবার আগে। তারপর অন্য কমান্ড চালান।
দেখুন কেমন দেখাচ্ছে এলিগ্যান্ট থিম ইনস্টলের পর।
প্রথমেই নিচের কমান্ডগুলো টার্মিনালে দিন।
sudo add-apt-repository ppa:murrine-daily/ppa
sudo apt-get update && sudo apt-get install gtk2-engines-murrine
আপনার নটিলাস ইলামেন্টারি আপডেট করার জন্য দিন নিচের কমান্ড।
sudo add-apt-repository ppa:am-monkeyd/nautilus-elementary-ppa
sudo apt-get update && sudo apt-get upgrade
nautilus -q #restarts nautilus
উল্লেখ্য sudo apt-get upgrade কমান্ড দিলে আপনার নতুন আপডেটগুলো ইনস্টল হবে। তাই এটি দিলে সময় নিয়ে দেবেন। আপগ্রেড না করেও ইনস্টল করতে পারেন। সবশেযে এলিগ্যান্ট গ্নোম প্যাক ইনস্টল করার জন্য নিম্নোক্ত কমান্ড দিন।
sudo add-apt-repository ppa:elegant-gnome/ppa && sudo apt-get update
sudo apt-get install elegant-gnome ttf-droid
আপনি লিনাক্স মিন্ট ব্যবহারকারী হলে elegant-gnome-mint এই কমান্ড দিন elegant-gnome এর পরিবর্তে। এবার Applications > Accessories > Elegant GNOME তে যান এবং ইনস্টলের জন্য Ok দিন।

এভাবেই আপনি ইনস্টল করতে পারেন এলিগ্যান্ট থিম প্যাক। আরেকটি কথা, যদি আপনার AwOken আইকন প্যাক ইনস্টল করা থাকে সেটি আনইনস্টল করে নিন সবার আগে। তারপর অন্য কমান্ড চালান।
sudo apt-get remove awoken-icon-theme
দেখুন কেমন দেখাচ্ছে এলিগ্যান্ট থিম ইনস্টলের পর।

এর দ্বারা পোস্ট করা
Unknown
এই সময়ে
২:০৭ PM
2
মন্তব্য(গুলি)
এটি ইমেল করুন
এটি ব্লগ করুন!
X-এ শেয়ার করুন
Facebook-এ শেয়ার করুন

লেবেলসমূহ:
উবুন্টু,
এলিগ্যান্ট,
থিম,
লিনাক্স