Ads 468x60px

বুধবার, ২ ফেব্রুয়ারী, ২০১১

উবুন্টুতে এলিগ্যান্ট থিম প্যাক

উবুন্টুতে সুন্দর সুন্দর সব থিম ইনস্টল করা যায় এটা সবাই জানি। আজকে দেখব এলিগ্যান্ট থিম ইনস্টল কিভাবে করা যায়। কথা না বাড়িয়ে দেখি কিভাবে কি করতে হবে।

প্রথমেই নিচের কমান্ডগুলো টার্মিনালে দিন।

sudo add-apt-repository ppa:murrine-daily/ppa
sudo apt-get update && sudo apt-get install gtk2-engines-murrine


আপনার নটিলাস ইলামেন্টারি আপডেট করার জন্য দিন নিচের কমান্ড।

sudo add-apt-repository ppa:am-monkeyd/nautilus-elementary-ppa
sudo apt-get update && sudo apt-get upgrade
nautilus -q #restarts nautilus


উল্লেখ্য sudo apt-get upgrade কমান্ড দিলে আপনার নতুন আপডেটগুলো ইনস্টল হবে। তাই এটি দিলে সময় নিয়ে দেবেন। আপগ্রেড না করেও ইনস্টল করতে পারেন। সবশেযে এলিগ্যান্ট গ্নোম প্যাক ইনস্টল করার জন্য নিম্নোক্ত কমান্ড দিন।

sudo add-apt-repository ppa:elegant-gnome/ppa && sudo apt-get update
sudo apt-get install elegant-gnome ttf-droid


আপনি লিনাক্স মিন্ট ব্যবহারকারী হলে elegant-gnome-mint এই কমান্ড দিন elegant-gnome এর পরিবর্তে। এবার Applications > Accessories > Elegant GNOME তে যান এবং ইনস্টলের জন্য Ok দিন।



এভাবেই আপনি ইনস্টল করতে পারেন এলিগ্যান্ট থিম প্যাক। আরেকটি কথা, যদি আপনার AwOken আইকন প্যাক ইনস্টল করা থাকে সেটি আনইনস্টল করে নিন সবার আগে। তারপর অন্য কমান্ড চালান।

sudo apt-get remove awoken-icon-theme

দেখুন কেমন দেখাচ্ছে এলিগ্যান্ট থিম ইনস্টলের পর।

2 মন্তব্য(গুলি):

সৌগত বলেছেন... Best Blogger Tips

ভাল থীম। কিন্তু ডেক্সটপটা কেমন খালি খালি লাগছে। আপনার দারুন কংকিটা কোথায়?

t@req বলেছেন... Best Blogger Tips

থিম কেমন দেখায় সেজন্য এই ছবিটা দিয়েছি। আমার ডেস্কটপে কংকি আছে, সেটা ফেসবুকে আপলোড করেছি।

একটি মন্তব্য পোস্ট করুন

Like us on Facebook