Ads 468x60px

সোমবার, ২০ জুন, ২০১৬

উবুন্টু বা কুবুন্টুতে ফুজিৎসু ল্যাপটপের টাচপ্যাড সমস্যার সমাধান


আমার ফুজিৎসু ল্যাপটপে উবুন্টু বা কুবুন্টু ইনস্টল করার পর টাচপ্যাড কাজ করলেও তার কার্যপ্রণালী পরিবর্তন করা যায় না। এর ছোট্ট একটি সমাধান আছে।


এজন্য গ্রাব এডিট করা লাগবে। টার্মিনাল বা কনসোল খুলে নিচের লাইন লিখতে হবে শুরুতে।

sudo kate /etc/default/grub

নতুন ফাইলে নিচের লাইন খুঁজে বের করতে হবে।

GRUB_CMDLINE_LINUX_DEFAULT="quiet splash"

এটিকে পাল্টে নিচের মতো করতে হবে।

GRUB_CMDLINE_LINUX_DEFAULT="quiet splash i8042.notimeout i8042.nomux"

এবার ফাইলটি সেভ করে গ্রাব আপডেট করতে হবে।


sudo update-grub

এবার রিবুট করলেই কাজ শেষ। টাচপ্যাডের সেটিংস ইচ্ছামতো পরিবর্তন করা যাবে।

আশা করি অন্যান্য ল্যাপটপেও এর মাধ্যমে টাচপ্যাডের সমস্যার সমাধান হবে।

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

Like us on Facebook