Ads 468x60px

বৃহস্পতিবার, ২৮ জুলাই, ২০১৬

উবুন্টুতে গ্নু অকটেভ ইনস্টলেশন

আমি অনেকদিন ধরে ম্যাটল্যাবের মুক্ত বিকল্প খুঁজছিলাম। শতভাগ বিকল্প না হলেও দারুণ একটি বিকল্প হলো  গ্নু-অকটেভ। এটিতে ম্যাটল্যাবের প্রায় সকল কমান্ড কাজ করে। এটি বেশ হালকা টুল, ম্যাটল্যাবের মতো ভারী নয়।

বিশ্ববিদ্যালয়ে প্রকৌশলী পড়ানোর কাজে টুল হিসাবে এটি বেশ কার্যকর। এটি খুব সহজে উবুন্টুতে ইনস্টল করা যায়। এজন্য টার্মিনালে কটি কমান্ড দিলেই হবে।

sudo apt install octave
sudo apt install octave-control
sudo apt install octave-communications


কমান্ডগুলো আলাদা না লিখে একবারেও লিখতে পারেন,

sudo apt install octave octave-control octave-communications


গ্রাফিক্যালিও ইনস্টল করা যায়। এজন্য উবুন্টুর সফটওয়্যারে গিয়ে octave লিখে সার্চ দিলে টুলের লিঙ্ক চলে আসবে। তারপর ওতে ক্লিক করে ইনস্টল করা যাবে।

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

Like us on Facebook