Ads 468x60px

বৃহস্পতিবার, ৯ জুন, ২০১১

ফেডোরায় ইনস্টল করুন ক্রোমিয়াম ব্রাউজার

ফেডোরা (১৫) লাভলকে মজিলা ফায়ারফক্স ডিফল্ট ব্রাউজার হিসেবে দেয়া থাকে। অনেকেই ফায়ারফক্সের চেয়ে গুগল ক্রোম বা ক্রোমিয়াম ব্রাউজার পছন্দ করেন। তিনটি কমান্ডের মাধ্যমে খুব সহজে ফেডোরায় ইনস্টল করে ফেলতে পারেন ক্রোমিয়াম ব্রাউজার। এজন্য টার্মিনালে একে একে নিচের কমান্ডগুলো দিয়ে যান।

su
cd /etc/yum.repos.d
wget -c http://repos.fedorapeople.org/repos/spot/chromium/fedora-chromium.repo
yum install chromium

ইনস্টলের সময় ওয়াই (y) চেপে অনুমতি দিন। কিছুক্ষণের মধ্যে ইনস্টল হয়ে যাবে ক্রোমিয়াম ব্রাউজার।

সোমবার, ৬ জুন, ২০১১

ফেডোরা (১৫) ইনস্টলের পর করণীয় : পর্ব ১

আমার লিনাক্সের সাথে পরিচয় ফেডোরা দিয়ে। তখন ফেডোরার সাত-পাঁচ না বুঝে ইনস্টল করলেও ইন্টারনেটের সহজলভ্যতা ও লিনাক্স জ্ঞানের অভাবে ফেডোরার স্বাদ নেয়া হয়নি। দিন পাল্টেছে, উবুন্টু-মিন্ট-ওপেনসুয্যে ঘুরে আবার ফেডোরার স্বাদ নিচ্ছি। তবে এবার ভালো লাগার পরিমানটা বেশী। গ্নোম ৩ ইন্টারফেস মনটাকে নতুন রঙে রাঙিয়ে দিয়েছে। সিদ্ধান্ত নিয়েছি ডেস্কটপে ফেডু বাবুকেই প্রধান লিনাক্স ওএস রূপে রাখবো। সাথে ওপেনসুয্যেও থাকবে, এবং ডেবিয়ান ঘরানার লিনাক্স মিন্ট বা উবুন্টু থাকছে উন্নত গ্রাবের জন্য।

ইনস্টল তো হলো, কিন্তু কিছু কাজ যে করা বাকি.........

প্রথমেই যেটা দরকার সেটা হলো টাইটেল প্যানেলে মেনুতে পাওয়ার অপশান যুক্ত করা।

Application → System → Add/Remove Software এ গিয়ে সার্চ বারে gnome-shell-extensions-alternative-status-menu লিখে খুঁজতে হবে। যে অ্যাপ্লিকেশন পাওয়া যাবে তা ইনস্টল করলেই শাটডাউন অপশান চলে আসবে মেনুতে। এটা পেতে হলে কিন্তু লগ-আউট করে লগ-ইন করতে হবে।

আরেকটা বিষয় হলো উইন্ডোতে ম্যাক্সিমাইজ, মিনিমাইজ বাটন যুক্ত করা।

এজন্য GCONF-EDITOR নামক অ্যাপ্লিকেশনটি ইনস্টল করতে হবে পূর্বের নিয়মে। এরপর Configuration Editor খুলে Desktop → Gnome → Shell → Windows এ গিয়ে button_layout এ ক্লিক করে নিচের কোডটি দিতে হবে।

:minimize,maximize,close

আর যদি উবুন্টুর মতো বাম কোণায় বাটনগুলো দেখতে চান তবে দিতে হবে,

close,minimize,maximize:

আজকের মতো এখানেই শেষ করছি। পরবর্তী পর্বে আরো কিছু কাজের কথা বলবো। সে পর্যন্ত হ্যাপি লিনাক্সিং।

শুক্রবার, ২০ মে, ২০১১

একরাশ হতাশা



আজকে আমি থাকতে পারতাম আমার ভার্সিটি লাইফের ঘনিষ্ঠ এক বন্ধুর বিয়ের অনুষ্ঠানে। আমাদের বন্ধু মহলের অনেকেই (হয়তো শুধুমাত্র আমি ছাড়া) তার নতুন জীবনের সূচনালগ্নে শুভ কামনা জানাতে উপস্থিত থাকবে। আমি পারছিনা পেশাগত জীবনের দায়িত্ববোধের কারণে। আমার একদিনের আনন্দে অনেকের জন্য বয়ে আনতে পারে বিষাদময় মুহুর্ত, এসব ভেবে জলাঞ্জলি দিয়েছি নিজের ভালো লাগা। বন্ধুটির কাছে আমি দু:খিত। তবে আশা করি যখন ব্যস্ততা কাটিয়ে উঠব তখন ব্যক্তিগতভাবে তাকে নিয়ে একটা পার্টি দেব। সে সময় পর্যন্ত নাহয় কষ্টটা চেপে রাখলাম।

বৃহস্পতিবার, ৫ মে, ২০১১

হাবিজাবি

হঠাৎ লিখতে বসলাম। অথচ আগামীকাল সরকারী চাকুরির পরীক্ষা। সেদিকে খুব একটা মাথা ব্যাথা নেই। মায়ের চিন্তার শেষ নেই। আমার সে চিন্তা হচ্ছে না। কিছু একটা করছি তো, হোক সেটা বেসরকারী। তাই এমন গা-ছাড়া ভাব। টেবিলে বিসিএসের গাইডগুলোয় ধূলোর আস্তরন জমেছে। আজ সেগুলো হাতে নিলাম। তারিখ পড়ে গেছে পরীক্ষার। কিছু লেখার জন্য কিছু জানা থাকা চাই। সেজন্যই পড়ার চেষ্টা করা। মায়ের মুখের পানে চেয়ে পড়া। তাঁর যে বড্ড আশা ছেলে বিসিএস ক্যাডার হবে। ছেলে সেটা বুঝতে পারছে না। সে বিশ্ববিদ্যালয়ে ছাত্র পড়িয়েই মজা পাচ্ছে। কিন্তু সে কিছুটা হলেও বুঝতে পারে এভাবে চলা যায় না। সরকারী চাকরি না হলে জীবনে যে স্থিতি আসবে না। যানজট, লোড-শেডিং, অস্বাস্থ্যকর শহরে যে দম ফেলার জো নেই। তাই ছুটে যেতে ইচ্ছে করে পাখ-পাখালির আবাসে, যেখানে বিশুদ্ধ বাতাস, মুক্ত আকাশ। নেই কার্বন ডাই অক্সাইডের বাড়াবাড়ি। দেশটা ধীরে ধীরে শহর হয়ে যাচ্ছে, মফস্বলের সবুজও হারিয়ে যাচ্ছে। তবুও আশা সবুজ থাকবে। থাকবে মানুষের প্রতি মানুষের ভালোবাসা। বর্তমানে মনে হচ্ছে এটার বড্ড অভাব!

বৃহস্পতিবার, ২১ এপ্রিল, ২০১১

উবুন্টুতে টারবল আর্কাইভ হতে ইনস্টল করুন ভুজ (Vuze)

আমাদের মধ্যে অনেকেই বিভিন্ন টরেন্ট ক্লায়েন্ট ব্যবহার করে হতাশ। বিশেষ করে লিনাক্স ব্যবহারকারীরা তো মিউটরেন্টের (বা ইউটরেন্ট) বিকল্প খুঁজে খুঁজে হয়রান। হতাশ হবার কিছু নেই। আজুরেস বা ভুজ হতে পারে আপনার লিনাক্স অপারেটিং সিস্টেমের টরেন্ট ক্লায়েন্ট। প্রশ্ন হলো কি করে ইনস্টল করবেন ভুজ ? কঠিন কিছু নয়, একটু মন দিয়ে পড়তে থাকুন। সমাধান পেয়ে যাবেন।

মনে করি আপনি লিনাক্স অপারেটিং সিস্টেম হিসেবে ব্যবহার করছেন উবুন্টু (ল্যুসিড লিঙ্কস বা ম্যাভেরিক মীরক্যাট)। শুরুতেই সফটওয়্যার সোর্স আপডেট করতে হবে।

System → Administration → Software Sources এ গিয়ে Other Software ট্যাবে ক্লিক করুন। অত:পর http://archive.canonical.com/ubuntu lucid partner সোর্সটিতে টিক চিহ্ণ দিন। রিপোজিটরি আপডেট করে নিন।

এবার টার্মিনাল খুলে নিচের কমান্ডটি চালান।

sudo apt-get update && sudo apt-get install sun-java6-jre sun-java6-plugin sun-java6-fonts

(কপি করে টার্মিনালে Ctrl + Shift + V প্রেস করুন)

জাভা ইনস্টল হবার পরে ভুজ ডাউনলোড করে নিন অফিসিয়াল সাইট হতে এবং হোম ফোল্ডারে এক্সট্রাক্ট করুন।

ফোল্ডারটির নামের পূর্বে ডট (.) দিন (যেমন .vuze) এবং হোম ফোল্ডারে থাকা অবস্থায় ctrl + h চেপে হিডেন ফাইল ভিজিবল করুন।

আপনার কাজ প্রায় শেষ। এখন System → Preference → Main Menu তে যান এবং Internet সিলেক্ট করে New Item ট্যাবে ক্লিক করুন। নিচের তথ্যগুলো পূরণ করুন। কমান্ড লাইনের জন্য ব্রাউজ করে .vuze ফোল্ডারের vuze ফাইলটি দেখিয়ে দিন। ফোল্ডারটি না দেখতে পেলে ctrl + h চেপে হিডেন ফাইল ভিজিবল করতে ভুলবেন না।

Name : Vuze
Command : home/ YOUR_NAME /.vuze/vuze

ব্যস, অ্যাপ্লিকেশন মেনুতে ভুজ চলে এসেছে। Application → Internet → Vuze ক্লিক করে চালান ভুজ আর শুরু করুন ডাউনলোড।

Like us on Facebook