Ads 468x60px

শনিবার, ১ মে, ২০১০

উবুন্টুতে ইউনিজয় ব্যবহার

উবুন্টু বা লিনাক্স মিন্ট অনেকে শখের বশে ইনস্টল করে ফেলেছি, কিন্তু একটা সমস্যা দেখা দিয়েছে। বাংলা লিখব কিভাবে ? উবুন্টুতে ডিফল্ট দেয়া আছে প্রভাত লেআউট যা উইন্ডোজে নেই। তাই আমরা যারা উইন্ডোজ থেকে উবুন্টুতে এলাম তারা কিভাবে বাংলা লিখব ? মোস্তফা জব্বার সাহেবের বিজয় কিংবা ওমিক্রনল্যাবের অভ্রের সাথে দেয়া ইউনিজয় লেআউটে যারা অভ্যস্ত তারা কি করবেন ?

সমস্যা যখন আছে এর সমাধানও নিশ্চয় আছে । তো দেখি কি সমাধান দেয়া যায় ।

  • System > Administration > Synaptic Package Manager এ যান

  • Password দিন

  • Synaptic Package Manager এর সার্চ বক্সে m17n লিখে খুঁজুন

  • অনেকগুলো রেজাল্ট আসবে যার মধ্য থেকে m17n-db এবং scim-m17n প্যাকেজ দুটি সিলেক্ট করুন । ইনস্টলের জন্য একটি একটি করে উভয়ের উপর মাউস ক্লিক করে

    mark for install এ ক্লিক করুন। এবার Apply করে ইনস্টল শেষ হবার জন্য অপেক্ষা করুন।

  • System > Preference > SCIM Input Method Setup এ ক্লিক করুন।

  • নতুন উইন্ডো থেকে IMEngine > Global Setup সিলেক্ট করে Disable All এ ক্লিক করুন।

  • এবার Bengali > bn-unijoy সিলেক্ট করে Apply করুন ।

  • OK ক্লিক করে বেরিয়ে আসুন।

  • এবার Accessories > gedit ওপেন করে যেকোন স্থানে রাইট ক্লিক করে Input Method > SCIM Input Method সিলেক্ট করুন।

  • প্যানেলে কী-বোর্ডের আইকন দেখতে পাচ্ছেন তো ? ওখানে ক্লিক করে আপনি সিলেক্ট করতে পারবেন ইউনিজয়।


এ সবই উবুন্টু বা লিনাক্স মিন্টের পুরনো ভার্সনগুলোর জন্য প্রযোজ্য। নতুন যে উবুন্টু 10.04 এল তাতে কিন্তু আরো সহজে ইউনিজয় ব্যবহার করা যায়।

  • System > Preference > Ibus Preference এ যান ।

  • Input Method ট্যাবে যান এবং Select an input method এ ক্লিক করে Bengali > Unijoy ক্লিক করে Add বাটনে প্রেস করুন এবং Close চেপে বেরিয়ে আসুন।

  • প্যানেলে কী-বোর্ড আইকন চলে এসেছে। আপনি পছন্দমত শর্টকাট কী বেছে নিতে পারেন Ibus Preference এর General ট্যাব থেকে, show input method name on language bar এ টিক দিলে কোন লেআউটে লিখছেন তা স্ক্রীণের কোনায় ভেসে উঠবে।


আশা করি এখন ইউনিজয়ে লিখতে কোন সমস্যা হবে না। সহজ মনে হয় দ্বিতীয় পদ্ধতি, তাই আমার মতামত হল উবুন্টুর নতুন ভার্সন Lucid Lynx (Ubuntu 10.04) ব্যবহার করাই ভালো ।

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

Like us on Facebook