Ads 468x60px

বৃহস্পতিবার, ৫ এপ্রিল, ২০১২

হটট ইনস্টল করুন ওপেনস্যুযেতে

প্রায় বছরখানেক আগে লিখেছিলাম কি করে ওপেনস্যুযে নামক অপারেটিং সিস্টেমে হটট নামক টুইটার ক্লায়েন্ট ইনস্টল করা যায়। তখনকার চেয়ে এখন আরেকটু অভিজ্ঞ হয়েছি। তাই ইনস্টলেশনের সিস্টেমটাও সংক্ষিপ্ত করছি। আর ওপেনস্যুযের ভার্সনও পাল্টে গেছে, বার দশমিক এক। কথা না বাড়িয়ে দেখি কি কি করতে হবে।
প্রথমেই রুটে চলে যাবেন। তারপর নিচের কমান্ডগুলো পর্যায়ক্রমে দিয়ে যাবেন।
zypper in python-webkitgtk mercurial python-notify python-distutils-extra gnome-common mercurial git
zypper in python-keybinder
hg clone https://hotot.googlecode.com/hg/ hotot
cd hotot
./install
ব্যস, এবার অ্যাপ্লিকেশন মেনুতে হটট পেয়ে যাবেন। আমি ওপেনস্যুযে ৬৪ বিট গ্নোম ডিইতে ইনস্টল করেছি। কাজেই ৩২-বিটে সহজে ইনস্টল করতে পারবেন, সমস্যা হবার কথা নয়।

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

Like us on Facebook