Ads 468x60px

সোমবার, ১৬ ডিসেম্বর, ২০১৩

শাটারে (Shutter) স্ক্রীণশট আপলোড করার উপায়


ইদানিং স্ক্রীণশট নিয়ে কয়েকটা লেখা ফোরামে এসেছে। আমি আরেকটা যুক্ত করছি। বিভিন্ন প্রয়োজনে স্ক্রীণশট নিতে হয়। আপলোড করার জন্য অনেক অনেক সাইট রয়েছে। তবে যে টুল দিয়ে ছবি তুললেন সেটাই যদি আপলোডের কাজ করে দেয় তাহলে মন্দ কি? সেরকম কাজই করে দেবে শাটার। লিনাক্স জগতের পরিচিত স্ক্রীণশট টুল।

ছবি তুলুন, এক্সপোর্টে যান। ঠিক করে দিন কোথায় ছবি আপলোড করবেন।


গেস্ট একাউন্ট কিংবা ব্যক্তিগত একাউন্টে ছবি আপলোড করতে পারবেন।

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

Like us on Facebook