Ads 468x60px

বৃহস্পতিবার, ২৮ জুলাই, ২০১৬

উবুন্টুতে গ্নু অকটেভ ইনস্টলেশন

আমি অনেকদিন ধরে ম্যাটল্যাবের মুক্ত বিকল্প খুঁজছিলাম। শতভাগ বিকল্প না হলেও দারুণ একটি বিকল্প হলো  গ্নু-অকটেভ। এটিতে ম্যাটল্যাবের প্রায় সকল কমান্ড কাজ করে। এটি বেশ হালকা টুল, ম্যাটল্যাবের মতো ভারী নয়।

বিশ্ববিদ্যালয়ে প্রকৌশলী পড়ানোর কাজে টুল হিসাবে এটি বেশ কার্যকর। এটি খুব সহজে উবুন্টুতে ইনস্টল করা যায়। এজন্য টার্মিনালে কটি কমান্ড দিলেই হবে।

sudo apt install octave
sudo apt install octave-control
sudo apt install octave-communications


কমান্ডগুলো আলাদা না লিখে একবারেও লিখতে পারেন,

sudo apt install octave octave-control octave-communications


গ্রাফিক্যালিও ইনস্টল করা যায়। এজন্য উবুন্টুর সফটওয়্যারে গিয়ে octave লিখে সার্চ দিলে টুলের লিঙ্ক চলে আসবে। তারপর ওতে ক্লিক করে ইনস্টল করা যাবে।

বৃহস্পতিবার, ৭ জুলাই, ২০১৬

কুবুন্টুতে বাংলা সমস্যার সমাধান

কুবুন্টু ইনস্টল করার পর ওয়েবসাইটের বাংলা লেখা ঠিকমতো আসেনা। যুক্তাক্ষর ভেঙে যায়। এটি খুব সহজেই দূর করা যায়। এজন্য আমাদের ল্যাঙ্গুয়েজ সাপোর্ট ঠিক করতে হবে। টার্মিনাল খুলে নিচের কমান্ড এক্সিকিউট করুন।

sudo apt-get install $(check-language-support)

ভাষা বিষয়ক সমস্যা এর মাধ্যমে সমাধান হয়ে যাবে।

বাংলা ওয়েবসাইটে লেখা সুন্দর দেখার জন্য একুশে বা অমিক্রণল্যাবের কিছু ফন্ট ইনস্টল করে নিন। তারপর ফায়ারফক্স ছবির মতো করে সেট করুন।

ক্রোমিয়াম বা গুগল ক্রোমেও ফন্ট সেট করতে পারেন ছবির মতো করে।


 আশা করি এরপর বাংলা নিয়ে আর কোন সমস্যা হবেনা।

শুক্রবার, ১ জুলাই, ২০১৬

উবুন্টুতে ইনস্টল করুন লেটেক (LaTeX)


রিসার্চ পেপার কিংবা থিসিস লেখার জন্য আমরা সাধারনত লিব্রা অফিস বা মাইক্রোসফট অফিস ব্যবহার করে থাকি। আরেকভাবেও কাজটা করা যায়, সেটা হলো লেটেক (LaTeX) দিয়ে। এটি একটি মার্কআপ ভাষা। লেটেক দিয়ে লেখা ডকুমেন্টের আউটপুট চমৎকার হয়। আজকে দেখব কি করে লেটেক ইনস্টল করা যায় উবুন্টু বা কুবুন্টুতে। সবার আগে নিশ্চিত করুন আপনার ইন্টারনেট সংযোগ, ওটা যদি নিরবিচ্ছিন্ন সেবা দিতে পারে তাহলে চোখ বুঁজে কাজে নেমে পড়ুন। বলে রাখা ভাল, আমি উবুন্টু জেনিয়াল জেরাস (16.04) ব্যবহার করে ধাপগুলো সম্পন্ন করেছি।

ধাপ – ১

শুরুতেই টার্মিনাল বা কনসোল খুলুন। টার্মিনাল খোলার শর্টকার্ট হলো ctrl+alt+t ; ইউনিটি ড্যাশ হতেও টার্মিনাল খুলতে পারবেন। কুবুন্টুতে অ্যাপ্লিকেশন মেনুর System → Terminal (Konsole) এ ক্লিক করতে হবে।

ধাপ – ২

Tex Live একটি টেক ডিস্ট্রিবিউশন যা আপনার সিস্টেমকে লেটেকের উপযোগী করবে। টেকলাইভ ইনস্টল করার জন্য টার্মিনালে নিচের কোডটি লিখুন। পাসওয়ার্ড দিয়ে এন্টার চাপতে ভুলবেন না কিন্তু।
sudo apt install texlive-full
ডাউনলোড হয়ে ইনস্টল হতে সময় লাগবে, এই ফাঁকে অন্য কাজ সেরে ফেলতে পারেন।

ধাপ – ৩

এবার আমাদের একটি এডিটর ইনস্টল করা লাগবে। আমি সাধারনত Texmaker ব্যবহার করি, এটি চমৎকার একটি এডিটর। টার্মিনালে নিচের কমান্ড দিয়ে এন্টার চাপুন। এটি ইনস্টল হতে সময় কম লাগবে।
sudo apt install texmaker
কিছুক্ষণ অপেক্ষা করুন। আপনার সিস্টেম লেটেকের জন্য প্রস্তুত হয়ে যাবে।

ধাপ – ৪

আপনি এবার নিশ্চিন্তে লেখা শুরু করতে পারেন। সব ঠিকঠাক আছে কিনা যাচাই করার জন্য টেকমেকার খুলে নতুন ফাইল খুলুন (File → New)। নতুন ফাইলে নিচের কোডটি লিখুন।
/documentclass{article}
/begin{document}
This is my first LaTeX document!
/end{document}
লেখা শেষে ফাইলটিকে tex ফাইল হিসেবে সেভ করুন। এরপর ফাইলটিকে পিডিএফে কম্পাইল করুন (Tools → PDFLaTeX)। ব্যস, হয়ে গেল আপনার প্রথম লেটেক ডকুমেন্ট।
টিউটোরিয়ালটি এই আর্টিকেল হতে অনুপ্রানিত হয়ে লেখা হয়েছে।

সোমবার, ২০ জুন, ২০১৬

উবুন্টু বা কুবুন্টুতে ফুজিৎসু ল্যাপটপের টাচপ্যাড সমস্যার সমাধান


আমার ফুজিৎসু ল্যাপটপে উবুন্টু বা কুবুন্টু ইনস্টল করার পর টাচপ্যাড কাজ করলেও তার কার্যপ্রণালী পরিবর্তন করা যায় না। এর ছোট্ট একটি সমাধান আছে।


এজন্য গ্রাব এডিট করা লাগবে। টার্মিনাল বা কনসোল খুলে নিচের লাইন লিখতে হবে শুরুতে।

sudo kate /etc/default/grub

নতুন ফাইলে নিচের লাইন খুঁজে বের করতে হবে।

GRUB_CMDLINE_LINUX_DEFAULT="quiet splash"

এটিকে পাল্টে নিচের মতো করতে হবে।

GRUB_CMDLINE_LINUX_DEFAULT="quiet splash i8042.notimeout i8042.nomux"

এবার ফাইলটি সেভ করে গ্রাব আপডেট করতে হবে।


sudo update-grub

এবার রিবুট করলেই কাজ শেষ। টাচপ্যাডের সেটিংস ইচ্ছামতো পরিবর্তন করা যাবে।

আশা করি অন্যান্য ল্যাপটপেও এর মাধ্যমে টাচপ্যাডের সমস্যার সমাধান হবে।

সোমবার, ১৩ এপ্রিল, ২০১৫

ওপেনসুয্যেতে আর্ডুইনো ইনস্টলেশনের পদ্ধতিসমূহ


ইদানিং ঘরে বসে ইলেক্ট্রনিক্স প্রজেক্টের জন্য আর্ডুইনো জনপ্রিয় হয়ে উঠছে। শিক্ষকতা পেশায় জড়িত বলে আমাকেও তা নিয়ে ঘাঁটাঘাঁটি করতে হয়। এর আইডিই ক্রস প্লাটফর্মের বলে উইন্ডোজ, লিনাক্স, ম্যাক সহ সকল অপারেটিং সিস্টেমে চলে। আমি উইন্ডো‌জ এইট ও উবুন্টুয় আর্ডুইনো ইনস্টল করেছি, চালিয়েছিও। কদিন আগে ওপেনসুয্যে ইনস্টল করলাম ল্যাপটপে, ওটাতেও আর্ডুইনো ইনস্টল দেয়া দরকার ছিল। তাই ইনস্টল করলাম কোন ঝক্কি ঝামেলা ছাড়াই। আজ সেগুলো জানাতে লিখতে বসলাম।




ওপেনসুয্যেতে আর্ডুইনো আইডিই ইনস্টল করা যায় তিন পদ্ধতিতে। একটি হলো গ্রাফিক্যালি, অন্যটি কমান্ড লিখে এবং সর্বশেষ ভার্সন ব্যবহার করতে চাইলে মূল ওয়েবসাইট হতে কমপ্রেসড ফাইল নামিয়ে এক্সট্রাক্ট করে।

গ্রাফিক্যালি আর্ডুইনো ইনস্টলেশন

প্রথমেই কিকঅফ মেনুতে গিয়ে ইয়াস্ট খুলতে হবে।

Applications → System → Control Center (রুট পাসওয়ার্ড দিতে হবে)

ইয়াস্টে গিয়ে সফটওয়্যার ম্যানেজম্যান্টে আর্ডুইনো লিখে খুঁজলে কিছু তালিকা চলে আসবে। এরপর ইনস্টলের জন্য লিস্টে রাইট ক্লিক করে ইনস্টলে টিক চিহ্ন দিয়ে একসেপ্ট বাটনে ক্লিক করলেই চলবে।

আরেকটা গ্রাফিক্যাল পদ্ধতি হলো ওয়ান ক্লিক ইনস্টলেশন। ওপেনসুয্যের সফটওয়্যার (https://software.opensuse.org/package/arduino) পেজে গিয়ে আর্ডুইনো ঠিক ভার্সনটি বেছে নিয়ে আনস্টেবল প্যাকেজ দেখাতে বলুন এবং ওয়ান ক্লিক ইনস্টলেশনে ক্লিক করুন।


কমান্ড দিয়ে আর্ডুইনো ইনস্টলেশন

এজন্য কনস‌োল বা টার্মিনাল খুলতে হবে। কিকঅফ মেনু খুললে ফেভারিট অ্যাপ্লিকেশনের তালিকায় টার্মিনাল পাবেন, ওটায় ক্লিক করে টার্মিনালে প্রবেশ করুন।

টার্মিনালে গিয়ে নিচের কমান্ডগুলো দিলেও আর্ডুইনো ইনস্টল হয়ে যাবে। প্রথম কমান্ড দিয়ে রিফ্রেশ, পরের কমান্ড দিয়ে রিপোজিটরি আপডেট করা হচ্ছে, শেষ কমান্ড দিয়ে আর্ডুইনো ইনস্টল করা হচ্ছে। এরপর ইনস্টল করবেন কিনা অপশান আসবে, সেখানে y লিখে সম্মতি জানাতে হবে। সুডো দিয়ে রুট এক্সেস করা হয়, পাসওয়ার্ড দেয়া লাগবে সেক্ষেত্রে।

sudo zypper ref
sudo zypper up
sudo zypper install arduino
sudo usermod -a -G dialout,lock,uucp <user name>

এভাবে কমান্ড না দিয়ে শুরুতেই রুট এক্সেস নিশ্চিত করেও ইনস্টলেশন সম্ভব। সেক্ষেত্রে নিচের কমান্ডগুলো দিতে হবে। প্রথম কমান্ড দিলে পাসওয়ার্ড চাইবে। ওটা দিয়ে রুট একসেস নিশ্চিত করে ধাপে ধাপে রিফ্রেশ, আপডেট ও ইনস্টলেশন সম্পন্ন করুন।

~> su
# zypper ref
# zypper up
# zypper install arduino
# usermod -a -G dialout,lock,uucp <user name>

এখানেই শেষ নয়। লগ-আউট করে লগ-ইন করলে টার্মিনালে আর্ডুইনো লিখেই আর্ডুইনো আইডিই খুলতে পারবেন।

ইনস্টল না করে আর্ডুইনো ব্যবহার

এজন্য চলে যান আর্ডুইনোর মূল ওয়েবসাইটে (www.arduino.cc); ডাউনলোড করে নিন সাম্প্রতিক ভার্সনের কমপ্রেসড ফাইল। রাইট ক্লিক করে এক্সট্রাক্ট করে নিন ডাউনলোডকৃত ফাইল। নতুন যে ফোল্ডার পাবেন ওটায় আর্ডুইনো নামে একটি ফাইল দেখা যাবে। ওটায় ক্লিক করলেই চালু হয়ে যাবে আর্ডুইনো আইডিই।

যারা এত ঝামেলা পছন্দ করেন না তারা আরো সহজে কাজ সারতে পারেন। টার্মিনালে নিচের কমান্ডগুলো দিয়ে যান। আর্ডুইনো নেমে, এক্সট্রাক্ট হয়ে খুলে যাবে।

wget -c http://downloads.arduino.cc/arduino-1.6.3-linux64.tar.xz

tar -xJf arduino-1.6.3-linux64.tar.xz

cd arduino-1.6.3

sh arduino

আমি ৬৪-বিট ভার্সন নামিয়েছি বলে এই লিঙ্ক ব্যবহার করেছি। আপনার ক্ষেত্রে তা ৩২ বিট হতে পারে। চোখ বুঁজে কপি পেস্ট করার পূর্বে কি নামাচ্ছেন নিশ্চিত হয়ে নিন। দ্বিতীয় লাইন দিয়ে কমপ্রেসড ফাইল খুলছি, তারপর আরডুইনো ফোল্ডারে ঢুকে আর্ডুইনো চালানোর কমান্ড দিয়েছি। 

আজ আপাতত এটুকুই। সামনের লেখায় অন্য কোন টিপস শেয়ার করবো।

Like us on Facebook