Ads 468x60px

শনিবার, ৪ ডিসেম্বর, ২০১০

উবুন্টু-ফেডোরা রিলিজ পার্টি রিভিউ

লিনাক্সগুরুদের সাথে পরিচিত হবার যে শখ ছিল সেটা গত আড্ডায় কিছুটা মিটলেও কোথায় যেন একটা ঘাটতি ছিল। শাহরিয়ার ভাই (সামনে ভাই বলবো না, আমরা এক্স এআইইউবি গ্রাজুয়েট এবং কাছাকাছি দুটো ব্যাচ), রাসেল ভাই, এঞ্জেল ভাই, শামীম ভাই প্রমূখের সাথে ভালো করে পরিচিত হবার দরকার ছিল। আজ সেটা হয়ে গেল উবুন্টু-ফেডোরা রিলিজ পার্টিতে। অনুষ্ঠান তিনটায় শুরু হলেও আমি যেতে যেতে প্রায় সাড়ে তিনটা। রাস্তায় জ্যাম ছিল, যা অগ্রাহ্য করার ইচ্ছা থাকলেও উপায় ছিল না। তাই এ দেরী। দেখা হলো অনুপম ভাইয়ের সাথে, তারপর শাবাব ভাই, রাসেল ভাই, শাহরিয়ার, আকরাম ভাই, অসহায় ভাই (জীবন চৌধুরী) ও আরো অনেকের সাথে। কুশল বিনিময় চলার ফাঁকে এল চিকেন, ফ্রেঞ্চ ফ্রাই ইত্যাদি। সবাই চাচ্ছিল টি-শার্ট নিতে, কিন্তু অনাকাঙ্খিত দেরী হচ্ছিল। আলাপ ও খাওয়া দুটো একসাথেই চলছিল। রাসেল ভাই ব্যস্ত ছিলেন ছবি তোলায়। আমিও এক ফাঁকে তুললাম কিছু ছবি। নিজে অনুপস্থিত, রাসেল ভাইয়ের ছবিতে থাকতে পারি। এবার এলেন লিফোর মডু শামীম ভাই। তিনি এইচপি নেটবুক নিয়েছেন, সেটার সুবিধা-অসুবিধার লেকচার দিলেন আমাদের। আমরাও বাধ্য ছাত্রের মতো শুনলাম। শাবাব ভাই পরামর্শ চাইলেন নেটবুক সম্বন্ধে, এসার ভালো না ডেল না এইচপি এটা নিয়ে তিনি যথেষ্ঠ সন্দিহান। শামীম ভাই কি বলেছিলেন তা শোনার আগে অন্যদিকে চলে যাই। আকরাম ভাইয়ের সাথে পরিচয় হলো। তিনি ফটোশপ ইনস্টল করতে চাচ্ছেন, আমিও কি করা যায় পরামর্শ দিলাম। এরই মধ্যে চলে এল টি-শার্ট, ডিজাইন করেছেন অভ্রনীলদা। দুটো রঙ (সাদা ও কালো) ছিল, আমি দুটোই নিলাম। সব মিলিয়ে পাঁচটা নিলাম। বাসায় এসে দেখলাম চারটিই দিয়ে দিতে হবে। কাল এ্যামিগোজে যেয়ে আরো কটি নিতে হবে। যাই হোক এরপর কেক কাটা হলো, খাওয়া হলো। রাসেল ভাই ছবি তুললেন, অনেকেই তুললেন। তারপর একে একে অতিথিরা বিদায় নিতে শুরু করলেন, আমিও সবার কাছ থেকে বিদায় নিলাম। সাথে এল অনিক, আমার বাসার পথেই ওর বাসা তাই নিয়ে নিলাম গাড়ীতে। অনিক আহসানউল্লাহ ইউনিভার্সিটিতে ইইই পড়ছে ২য় বর্ষে। মোদ্দা কথা ভালো একটা পার্টি হলো। আরিব্বাস আসল কথাই বলিনি। এটা হয়েছিল HFC তে, রাপা প্লাজায়। ওহহো আরেকজনের সাথে দেখা হয়েছে, শাহরিয়ারের হবু বউ মানে আমাদের ভাবীর সাথে।

8 মন্তব্য(গুলি):

Tareq বলেছেন... Best Blogger Tips

বাহ, বেশ বেশ। আমার যাওয়ার কথা থাকলেও পরবর্তীতে যেতে পারিনি। সামনের বার যাব ইনশাল্লাহ।

রাসেল বলেছেন... Best Blogger Tips

মজা হয়েছে অনেক আজকে! :D

তারেক বলেছেন... Best Blogger Tips

হুমম, ধন্যবাদ আরেকবার।

তারেক বলেছেন... Best Blogger Tips

তাহলে সামনা-সামনি পরিচয়টাও হয়ে যাবে দুই তারেকের (নামের ইংরেজী বানানও একই)।

maq বলেছেন... Best Blogger Tips

মিস করলাম! :(

মেঘ রোদ্দুর বলেছেন... Best Blogger Tips

নাহ্‌.....এবারে আর পার্টি মিস করি নি.......
আসলেই অনেক মজা হল......নতুন নতুন অনেকের সাথে পরিচিত হয়ে অনেক ভালো লাগলো.....

সৌগত বলেছেন... Best Blogger Tips

প্রচন্ড মিস করছি। অার বাকীগুলোও মনে হয় এভাবেই মিস করব।

তারেক বলেছেন... Best Blogger Tips

আপনাদের ওখানেও এমন অনুষ্ঠান করতে পারেন, তখন আমরা আফসোস করব।

একটি মন্তব্য পোস্ট করুন

Like us on Facebook