Ads 468x60px

বৃহস্পতিবার, ৩০ সেপ্টেম্বর, ২০১০

ফেডোরাতে ওপেনঅফিস আপডেট ভার্সন ইনস্টলেশন

ফেডোরা অনেক লিনাক্স ব্যবহারকারীর পছন্দের ডিস্ট্রো। ফেডোরার কেডিই ভার্সনে সাধারনত ওপেন অফিস দেয়া থাকে না। যারা ওপেন অফিসে অভ্যস্থ তাদের জন্য বিষয়টা অস্বস্তিকর হয়ে পড়ে। তাই আজ দেখব কি করে ওপেন অফিসের নতুন ভার্সন ইনস্টল করা যায়।

প্রথমে কনসোল খুলে নিন এবং নিচের কমান্ড দিন।

32- বিট ডিস্ট্রোর জন্য

[code]wget http://download.services.openoffice.org/files/stable/3.2.1/OOo_3.2.1_Linux_x86_install-rpm-wJRE_en-US.tar.gz[/code]


64-বিট ডিস্ট্রোর জন্য

[code]wget http://download.services.openoffice.org/files/stable/3.2.1/OOo_3.2.1_Linux_x86-64_install-rpm-wJRE_en-US.tar.gz[/code]


ডাউনলোড হয়ে গেলে রুট ইউজার হিসেবে লগ-ইন করুন।

[code]su -[/code]


এবার ডাউনলোডকৃত ফাইলটি এক্সট্রাক্ট করুন। হোম ফোল্ডারে সেটি পাবেন। রাইট ক্লিক করে এক্সট্রাক্ট করতে পারেন অথবা কনসোলে কমান্ড দিন।

[code]tar -xvf OOo_3.2.1_Linux_x86_install-rpm-wJRE_en-US.tar.gz[/code]


64-বিটের জন্য কমান্ডটি হবে নিম্নরূপ।

[code]tar -xvf OOo_3.2.1_Linux_x86-64_install-rpm-wJRE_en-US.tar.gz[/code]


এবার এক্সট্রাক্টকৃত ফোল্ডারে যান নিচের কমান্ড দিয়ে।

[code]cd OOO320_m18_native_packed-1_en-US.9502[/code]


এবার নিচের কমান্ড চালিয়ে গ্রাফিক্যাল সেটআপ শুরু করুন।

[code]./setup[/code]


ওপেন অফিস এভাবে গ্রাফিক্যালি সেট-আপ করতে পারবেন।

একটি কথা মনে রাখবেন, যদি ওপেন অফিস ইনস্টল করা থাকে তবে নতুন ভার্সন ইনস্টলের পূর্বে তা আনইনস্টল করে ফেলতে হবে।

তার জন্য নিচের কমান্ড চালাতে পারেন।

[code]yum remove openoffice.org<<version>>[/code]


ফেডোরা অনেক লিনাক্স ব্যবহারকারীর পছন্দের ডিস্ট্রো। ফেডোরার কেডিই ভার্সনে সাধারনত ওপেন অফিস দেয়া থাকে না। যারা ওপেন অফিসে অভ্যস্থ তাদের জন্য বিষয়টা অস্বস্তিকর হয়ে পড়ে। তাই আজ দেখব কি করে ওপেন অফিসের নতুন ভার্সন ইনস্টল করা যায়।
প্রথমে কনসোল খুলে নিন এবং নিচের কমান্ড দিন।
32- বিট ডিস্ট্রোর জন্য

[code]wget http://download.services.openoffice.org/files/stable/3.2.1/OOo_3.2.1_Linux_x86_install-rpm-wJRE_en-US.tar.gz[/code]

64-বিট ডিস্ট্রোর জন্য

[code]wget http://download.services.openoffice.org/files/stable/3.2.1/OOo_3.2.1_Linux_x86-64_install-rpm-wJRE_en-US.tar.gz[/code]

ডাউনলোড হয়ে গেলে রুট ইউজার হিসেবে লগ-ইন করুন।

[code]su -[/code]

এবার ডাউনলোডকৃত ফাইলটি এক্সট্রাক্ট করুন। হোম ফোল্ডারে সেটি পাবেন। রাইট ক্লিক করে এক্সট্রাক্ট করতে পারেন অথবা কনসোলে কমান্ড দিন।

[code]tar -xvf OOo_3.2.1_Linux_x86_install-rpm-wJRE_en-US.tar.gz[/code]

64-বিটের জন্য কমান্ডটি হবে নিম্নরূপ।

[code]tar -xvf OOo_3.2.1_Linux_x86-64_install-rpm-wJRE_en-US.tar.gz[/code]

এবার এক্সট্রাক্টকৃত ফোল্ডারে যান নিচের কমান্ড দিয়ে।

[code]cd OOO320_m18_native_packed-1_en-US.9502[/code]

এবার নিচের কমান্ড চালিয়ে গ্রাফিক্যাল সেটআপ শুরু করুন।

[code]./setup[/code]

ওপেন অফিস এভাবে গ্রাফিক্যালি সেট-আপ করতে পারবেন।
একটি কথা মনে রাখবেন, যদি ওপেন অফিস ইনস্টল করা থাকে তবে নতুন ভার্সন ইনস্টলের পূর্বে তা আনইনস্টল করে ফেলতে হবে।
তার জন্য নিচের কমান্ড চালাতে পারেন।

[code]yum remove openoffice.org<<version>>[/code]

Like us on Facebook