আরেকটি বছর শুরু হয়ে গেল। ২০১৩ বিদায় নিয়েছে, এসেছে ২০১৪। কারো হয়তো ব্যর্থতায় মোড়া সময় কেটেছে, কারো বা সাফল্যময়। বিদায়ী বছর যেভাবেই যাক না কেন নতুন বছরে নতুন কিছু আশা করতেই পারি।
এবছর লেখালেখির পরিমান বাড়ানোর ইচ্ছা আছে, গতবছর মাত্র ১১টি লেখা পোস্ট করেছি। যা নিতান্তই কম। এবার সেজন্য পয়লা দিন হতেই লেগে পড়লাম।
সিদ্ধান্ত নিয়েছি টিউটোরিয়ালের পাশাপাশি গল্প লেখার চেষ্টা করবো। ইচ্ছা করে, লেখা শুরুও করি। কিন্তু কয়েক মিনিটে তা মিটে যায়। উঁহু, এভাবে চললে হবে না। সিরিয়াস হতে হবে।
ক্রিকেটে দারুণ সাফল্য আশা করছি এবার। এশিয়া কাপ, টি২০ বিশ্বকাপ সামনে। বাংলাদেশ ভালো করবে বলে বিশ্বাস।
রাজনীতি নিয়ে মন্তব্য করবো না, তবে শান্তিপূর্ণ পরিবেশ চাই। অহিংস রাজনীতি দেখার স্বপ্ন এবারও দেখবো।
টিভি সিরিজ-মুভি নিয়ে আগ্রহ আগের চেয়ে বেড়েছে, বিশেষ করে টিভি সিরিজ। লাগাম টানতে হবে।
পড়ালেখায় মনোনিবেশ করা লাগবে, উচ্চশিক্ষাটা না নিলে হচ্ছে না।
আপাতত এই, সামনের দিনে নিয়মিত ব্লগিং করবো ইনশাল্লাহ।
এবছর লেখালেখির পরিমান বাড়ানোর ইচ্ছা আছে, গতবছর মাত্র ১১টি লেখা পোস্ট করেছি। যা নিতান্তই কম। এবার সেজন্য পয়লা দিন হতেই লেগে পড়লাম।
সিদ্ধান্ত নিয়েছি টিউটোরিয়ালের পাশাপাশি গল্প লেখার চেষ্টা করবো। ইচ্ছা করে, লেখা শুরুও করি। কিন্তু কয়েক মিনিটে তা মিটে যায়। উঁহু, এভাবে চললে হবে না। সিরিয়াস হতে হবে।
ক্রিকেটে দারুণ সাফল্য আশা করছি এবার। এশিয়া কাপ, টি২০ বিশ্বকাপ সামনে। বাংলাদেশ ভালো করবে বলে বিশ্বাস।
রাজনীতি নিয়ে মন্তব্য করবো না, তবে শান্তিপূর্ণ পরিবেশ চাই। অহিংস রাজনীতি দেখার স্বপ্ন এবারও দেখবো।
টিভি সিরিজ-মুভি নিয়ে আগ্রহ আগের চেয়ে বেড়েছে, বিশেষ করে টিভি সিরিজ। লাগাম টানতে হবে।
পড়ালেখায় মনোনিবেশ করা লাগবে, উচ্চশিক্ষাটা না নিলে হচ্ছে না।
আপাতত এই, সামনের দিনে নিয়মিত ব্লগিং করবো ইনশাল্লাহ।