Ads 468x60px

শনিবার, ২২ এপ্রিল, ২০১৭

ক্যাননের প্রিন্টার নিয়ে উবুন্টুতে আর নয় ভাবনা

আমার একটা লেজার প্রিন্টার আছে, ক্যাননের। ডুপ্লেক্স প্রিন্ট করার জন্য ওটার জুড়ি মেলা ভার। ওটা নিয়ে কিছু সমস্যাও আছে, তার অন্যতম হলো লিনাক্সে ওটাকে ঠিকঠাক চালানো। আমি লিনাক্স ভিত্তিক ডিস্ট্রো ব্যবহার করে থাকি সাধারনত। যেমন, উবুন্টু, কুবুন্টু, ওপেনসুয্যে ইত্যাদি। নেটে ঘুরতে ঘুরতে চোখে পড়লো একটা স্ক্রীপ্টের, রাশিয়ান উবুন্টু হেল্প ফোরামে একজন পোস্ট করেছেন। কিভাবে কি করা লাগবে তা জানতে নিচের পদ্ধতি মেনে চললেই হবে।

১। শুরুতেই স্ক্রীপ্টটি নামিয়ে নিন।
২। টার্মিনাল খুলে নিচের কমান্ডগুলো পর্যায়ক্রমে দিয়ে যান। ধরে নিচ্ছি আপনি Downloads ফোল্ডারে ফাইলটি নামিয়েছেন। শুরুতে ডাউনলোড ফোল্ডারে গিয়ে দ্বিতীয় কমান্ডটি দিতে হবে। ও হ্যাঁ, ডাউনলোডস ফোল্ডারে যাওয়ার জন্য প্রথম কমান্ড।
cd Downloads 
chmod + x canon_lbp_setup.sh
sh canon_lbp_setup.sh 
৩। রাশিয়ান ভাষায় কিছু কমান্ড আসবে, শুরুতে 1 চেপে এন্টার; তারপর প্রিন্টারের মডেলের সাথে মিলিয়ে নাম্বার (যেমন Canon LBP3300 এর জন্য 15) এবং এরপর আবার 1 (যদি ইউএসবি পোর্টে প্রিন্টার যুক্ত থাকে তাহলে। ল্যানে থাকলে ২) চাপতে হবে টার্মিনালে এক্সিকিউশানের সময়। একান্তই না বুঝতে পারলে গুগল ট্রান্সলেটরের ব্যবহার করতে পারেন।
৪। ব্যস আপনার প্রিন্টার প্রস্তুত। এবার লগ-আউট বা রিস্টার্ট দিয়ে দেখুন না প্রিন্ট হয় কিনা।
এই পদ্ধতি ব্যবহার করে আমি উবুন্টু ও কুবুন্টুতে প্রিন্টারটি ব্যবহার করতে পারছি। ক্যানন প্রিন্টারের জন্য এটাই এখন অব্দি সেরা সমাধান বলে আমার মনে হয়েছে।

রেফারেন্স: http://help.ubuntu.ru/wiki/canon_capt


Like us on Facebook