Ads 468x60px

বুধবার, ২৩ ফেব্রুয়ারী, ২০১১

উবুন্টুতে তিন কমান্ডে ইনস্টল করুন জেডাউনলোডার

জনপ্রিয় ফাইল-হোস্টিং সাইট রেপিডশেয়ার, হটফাইল, ফাইলসনিক ইত্যাদি থেকে ফাইল ডাউনলোডের জন্য জেডাউনলোডের জুড়ি মেলা ভার। প্রিমিয়াম একাউন্টই হোক বা সাধারণ একাউন্টই হোক। জাভা ভিত্তিক এ ডাউনলোড ম্যানেজার উবুন্টুতে ইনস্টল করার জন্য দরকার মাত্র তিনটি কমান্ড। ইনস্টল হয়ে নিজেকে আপডেট করে নেবে জেডাউনলোডার। আসুন দেখি ল্যুসিড লিঙ্কস বা ম্যাভেরিকে কি করে জেডাউনলোডার ইনস্টল করা যায়।

প্রথমে Applications → Accessories → Terminal এ গিয়ে টার্মিনাল খুলুন। তারপর নিচের কমান্ডগুলো পর্যায়ক্রমে দিন।

sudo add-apt-repository ppa:jd-team/jdownloader
sudo apt-get update
sudo apt-get install jdownloader

পাসওয়ার্ড চাইলে পাসওয়ার্ড দিয়ে এন্টার চাপুন। জেডাউনলোডার ইনস্টল হয়ে যাবে। তারপর Applications → Internet → JDownloader এ ক্লিক করে চালু করতে পারবেন জেডাউনলোডার।

1 মন্তব্য(গুলি):

নামহীন বলেছেন... Best Blogger Tips

জেডাউনলোডার ফাইল শেয়ারিং সাইট থেকে ডাউনলোডের জন্য সেরা, তবে জাভা বেসড হওয়ায় লোড নিতে অনেক সময় লাগে, শুধু এই একটা ঝামেলাই পোহাতে হয়, নইলে লিনাক্সে IDM এর ভালো একটি বিকল্প এটি।

একটি মন্তব্য পোস্ট করুন

Like us on Facebook