Ads 468x60px

বুধবার, ৯ ফেব্রুয়ারী, ২০১১

ওপেনস্যুযেতে ইনস্টল করুন ভার্চুয়াল বক্স

ওপেনস্যুযে বর্তমানে অনেকের কাছেই প্রিয় লিনাক্স ডিস্ট্রো। দরকারী সব সফটওয়্যার সহজে ইনস্টল করা সম্ভবপর হলেও কিছু কিছু ক্ষেত্রে অন্য উপায় দরকার হয়। একটি প্রয়োজনীয় সফটওয়্যার ভার্চুয়াল বক্স। এটি কি করে ইনস্টল করা যায় সেটিই বলবো এখন। যদি কোন ভুল হয়ে থাকে তাহলে সেটি ধরিয়ে দেয়ার জন্য অনুরোধ রইলো।

প্রথমে কনসোল বা টার্মিনাল খুলে কিছু ডিপেন্ডেন্সি ইনস্টল করে নিতে হবে। এজন্য নিচের কমান্ডটি চালান। তবে তার পূর্বে রুটে প্রবেশ করতে হবে।
zypper in kernel-source make gcc gcc-c++ pam-devel kernel-syms
ইনস্টলেশনের সময় y চাপতে হতে পারে অনুমতি প্রদানের জন্য।

এবার এখান থেকে ডাউনলোড করে নিন ভার্চুয়াল বক্সের প্যাকেজটি (32 বা 64 বিট)। মনে রাখতে হবে যদি 64 বিট ওপেনস্যুযে চালিয়ে থাকেন তাহলে amd64 প্যাকেজটি ডাউনলোড করতে হবে।

এরপর যে ফোল্ডারে ভার্চুয়ালবক্স ডাউনলোড হয়েছে সেখানে গিয়ে প্যাকেজটি ইনস্টল করতে হবে। টার্মিনাল/কনসোল খুলে নিচের কমান্ড দিন (আমি যেভাবে সেভাবে হবে শুধু ফোল্ডার, প্যাকেজ পরিবর্তন হতে পারে)।

cd Downloads
zypper in VirtualBox-4.0-4.0.2_69518_openSUSE113-1.x86_64.rpm

এরপর Yast → Security & User → User & Group Management এ যান। ইউজার নেমে ক্লিক করা অবস্থায় এডিট এ ক্লিক করুন। ডিটেইলস ট্যাবে গিয়ে vboxusers, cdrom, disk এ টিক চিহ্ণ দিয়ে বেরিয়ে আসুন।
লগ-আউট করে আবার লগ-ইন করুন। এবার ভার্চুয়াল বক্স চালান সিস্টেম মেনু অথবা কনসোলে VirtualBox টাইপ করে।

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

Like us on Facebook