Ads 468x60px

সোমবার, ৭ ফেব্রুয়ারী, ২০১১

ওপেনস্যুযেতে ইনস্টল করুন Hotot

ইদানিং টুইটার চমৎকার সামাজিক যোগাযোগের মাধ্যম হিসেবে জনপ্রিয়তা পেয়েছে। ক্ষুদ্র বার্তা পাঠানোর জন্য ওয়েবের পাশাপাশি কিছু ডেস্কটপ অ্যাপ্লিকেশন রয়েছে টুইটিং করার জন্য। Hotot এরকম একটি জনপ্রিয় অ্যাপ্লিকেশন। উবুন্টু বা লিনাক্স মিন্টে সহজে ইনস্টল করা গেলেও ওপেনস্যুযেতে খুব একটা সহজ নয়। এখন দেখব কি করে চমৎকার এই টুইটার ক্লায়েন্টটি ওপেনস্যুযেতে ইনস্টল করা যায়।

প্রথমেই কনসোল খুলে নিচের কমান্ডটি লিখতে হবে ডিপেন্ডেন্সিগুলো ইনস্টল করার জন্য।
sudo zypper in python-webkitgtk mercurial python-notify python-distutils-extra gnome-common mercurial git
এরপর কীবাইন্ডার ইনস্টল করার জন্য নিচের কমান্ডগুলো লিখতে হবে।
sudo zypper ar http://download.opensuse.org/repositories/X11:/xfce/openSUSE_11.3/ XFCE
sudo zypper in python-keybinder
এবার আমরা ক্লায়েন্টটি ইনস্টল করব। এজন্য মারকিউরিয়াল রিপোজিটরির ক্লোন তৈরী করে ক্লায়েন্টটি রান করব। শুরুতেই রুটে যেতে হবে।
su
Password:
পাসওয়ার্ড দিয়ে এন্টার চেপে রুটে প্রবেশ করুন। এবার নিচের কমান্ডগুলো একে একে দিয়ে এন্টার চাপুন।
hg clone https://hotot.googlecode.com/hg/ hotot
cd hotot
./install
এখানে (./install ) এর পরিবর্তে (./hotot.py) এই কমান্ডও চালাতে পারেন। ইনস্টল হয়ে গেলে Application → Internet → More Program এ Hotot দেখতে পাবেন।

উপরোক্ত পদ্ধতিতে সহজেই টুইটার ক্লায়েন্টটি ইনস্টল করে ফেলতে পারবেন ওপেনস্যুযেতে।

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

Like us on Facebook