Ads 468x60px

শনিবার, ১ মে, ২০১০

উইন্ডোজে উবুন্টু

আমরা যারা উইন্ডোজ ব্যবহার করি তারা লিনাক্সের প্রতি আগ্রহ থাকার পরেও প্রয়োজনীয় ডাটা হারিয়ে যাবার ভয়ে লিনাক্স ইন্সটল করি না । তাদের জন্য আমার এ প্রয়াস, আশা করি আপনাদের কাজে লাগবে ।

আমরা উইন্ডোজের সাথে লিনাক্স ব্যবহার করব । এজন্য তেমন কোন কাজ করতে হবে না । শুধু ডাউনলোড করে নিন Wubi Installer সফটওয়্যারটি ।


ধরে নিলাম আপনি লিনাক্স উবুন্টু ৯.০৪ ISO ডাউনলোড করে রেখেছেন অথবা সিডি রাইট করে রেখেছেন ।


এখন আসল কাজ শুরু করা যাকঃ


• ISO ইমেজটি যে ফোল্ডারে আছে সে ফোল্ডারে wubi.exe ফাইলটি রাখুন । যদি ISO ইমেজ না থাকে তবে উবুন্টু সিডিটি ডিভিডি-রমে প্রবেশ করান ।

• Wubi রান করান । সেট করে দিন উবুন্টু ইন্সটলেশন ড্রাইভ, কতটুকু জায়গা উবুন্টু নেবে , একাউন্ট নেম, পাসোয়ার্ড প্রভৃতি ।



• Install এ ক্লিক করুন । কিছুক্ষণ অপেক্ষা করুন, নতুন উইন্ডো আসবে ; Restart দিন । আপনি যদি সিডি ইউজ করে থাকেন তাহলে Restart দেবার আগে সিডি বের করে ফেলুন ।

• Boot Screen থেকে Ubuntu সিলেক্ট করুন ।
• আপনার কাজ শেষ, এবার নিশ্চিন্ত মনে এক কাপ কফি খেয়ে আসতে পারেন । ততোক্ষণে হয়ে যাবে উবুন্টু সেট-আপ । উপভোগ করুন লিনাক্স উবুন্টু ৯.০৪ ।

এভাবে আপনি প্রবেশ করতে পারেন মুক্ত অপারেটিং সিস্টেম লিনাক্সের জগতে ।


প্রয়োজনীয় লিঙ্কঃ
http://wubi-installer.org/

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

Like us on Facebook