২৬ শে নভেম্বর ২০১০ বাংলাদেশের ক্রীড়া ইতিহাসে অন্যতম স্মরণীয় দিন হিসেবে লেখা থাকবে। এদিন দীর্ঘ ৩২ বছরের হাহাকার ঘুচে যায় ক্রিকেটের কল্যানে। এশিয়ান গেমসে ১৯৭৮ সাল থেকে অংশ নিচ্ছে বাংলাদেশ। ১৯৯০ সালে কাবাডি যুক্ত হওয়ায় নিয়মিত পদক আসছিল কাবাডির মাধ্যমে। যদিও তা সীমাবদ্ধ ছিল রূপা বা ব্রোঞ্জে, স্বর্ণ কখনোই জেতা সম্ভব হয়নি। এবার তাও জিতলো বাংলাদেশ। কারন ক্রিকেটের অন্তর্ভূক্তি। দল পাঠায় পাকিস্তান ও শ্রীলঙ্কা, ভারত পাঠায়নি আভ্যন্তরীণ কোন্দলের জন্য (সম্ভবত)। প্রমীলা ক্রিকেটের সংযোজনও ছিল একটা চমক। প্রথমে মেয়েরা রূপা এনে দেয় ফাইনালে পাকিস্তানের কাছে হেরে, যেখানে অনুপস্থিত ছিল ভারত ও শ্রীলঙ্কা। অন্যদিকে পুরুষদের ক্রিকেটে কোয়ার্টার ফাইনালে মালয়েশিয়া, সেমিতে শ্রীলঙ্কাকে হারিয়ে ফাইনালে উঠে যায় আশরাফুলের নেতৃত্বাধীন বাংলাদেশ দল। ফাইনালে ছিল আফগানিস্তান, যারা সেমিতে পাকিস্তানকে হারিয়ে এসেছে।
ফাইনাল কিছু হলেও দেখেছি, টেন স্পোর্টস খেলা দেখিয়েছে। আফগানিস্তান খুব ভালো খেলেছে। আমি আশাবাদী, এরা ভালো করবে ভবিষ্যতে। অন্যদিকে বাংলাদেশের কাছে প্রত্যাশা আরো বেশী ছিল। তারা আফগানদের অলআউট করতে পারেনি, আবার জয়ের জন্য শেষ ওভার পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে। শেসদিকে অনূর্ধ্ব-১৯ দলের রোমানের ব্যাটিং নতুন ভবিষ্যতের ইঙ্গিত দেয়। করিম খান সাদেকের ওভারে নেয়া ২টি ছক্কাময় ১৭ রান জয় নিশ্চিত করে দেয় বাংলাদেশের। জয় জয়ই, তা যেভাবেই আসুক। ধন্যবাদ বিসিবি, ক্রিকেটারদের এবং যারা চীনে ক্রিকেট প্রচারে সহায়তা করেছেন (এরা হলেন সৈয়দ আশরাফুল হক, আমিনুল ইসলাম বুলবুল, মঞ্জুরুল ইসলাম ও গ্রাউন্ডসম্যান জসিম)। বাংলাদেশের গ্রাউন্ডসম্যান জসিমের প্রস্তুত করা পিচেই ম্যাচ জিতেছে বাংলাদেশ, ভাবতেই গর্বে বুকটা ফুলে যায়।
জয়তু ক্রিকেট, জয়তু বাংলাদেশ।
শনিবার, ২৭ নভেম্বর, ২০১০
এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম সোনা
এর দ্বারা পোস্ট করা
Unknown
এই সময়ে
৯:০২ AM
এটি ইমেল করুন
এটি ব্লগ করুন!
X-এ শেয়ার করুন
Facebook-এ শেয়ার করুন
লেবেলসমূহ:
এলোমেলো ভাবনাগুলো,
এশিয়ান গেমস,
ক্রিকেট,
সোনা
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন