Ads 468x60px

বৃহস্পতিবার, ৯ জুন, ২০১১

ফেডোরায় ইনস্টল করুন ক্রোমিয়াম ব্রাউজার

ফেডোরা (১৫) লাভলকে মজিলা ফায়ারফক্স ডিফল্ট ব্রাউজার হিসেবে দেয়া থাকে। অনেকেই ফায়ারফক্সের চেয়ে গুগল ক্রোম বা ক্রোমিয়াম ব্রাউজার পছন্দ করেন। তিনটি কমান্ডের মাধ্যমে খুব সহজে ফেডোরায় ইনস্টল করে ফেলতে পারেন ক্রোমিয়াম ব্রাউজার। এজন্য টার্মিনালে একে একে নিচের কমান্ডগুলো দিয়ে যান।

su
cd /etc/yum.repos.d
wget -c http://repos.fedorapeople.org/repos/spot/chromium/fedora-chromium.repo
yum install chromium

ইনস্টলের সময় ওয়াই (y) চেপে অনুমতি দিন। কিছুক্ষণের মধ্যে ইনস্টল হয়ে যাবে ক্রোমিয়াম ব্রাউজার।

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

Like us on Facebook