গতকাল ২৫ শে আগস্ট ছিল লিনাক্সের জন্মদিন। আমরা যারা লিনাক্স চালাই তাদের জন্য দিনটি তাৎপর্যপূর্ণ। অন্য অনেকের জন্যও হয়তো, অন্তত যারা লিনাক্সকে ভালোবাসেন। তো সেদিন সকালে একটা পরীক্ষার ইনভিজিলেশনের দায়িত্ব ছিল। শেষ হতে হতে দুপুর একটা। আমি জানতাম টিএসসিতে কমিউনিটির কিছু বড় ভাই-ছোট ভাইয়েরা মিলে একটা অনুষ্ঠান আয়োজন করেছে। তাদের সংগঠন হলো ফস (FOSS)। আমিও ছুটলাম টিএসসির উদ্দেশ্যে। নিয়ে নিলাম (ক্যানন ইক্সাস ১০০ আইএস) ক্যামেরাটা।
বেশি সময় থাকা হয়নি, বাসায় ফেরার একটা তাড়া ছিল। ঢাকা শহরের জ্যামের কারনে আধা ঘন্টার পথ যেতে আড়াই ঘন্টা লাগবে, এই শঙ্কাটা কাজ করছিল মনে।
গিয়েই ফোন দিলাম আশিকূর নূরকে। এই ছোট ভাইটাই আসতে উৎসাহ দিয়েছিল। ওকে ফোন দিয়ে অবস্থান নিশ্চিত হয়ে নিলাম। দেখা হলো রিংদা, শামীম ভাই, অনিরুদ্ধ, রোহান (দুষ্ট বালক নামেই চিনি :( ) এদের সাথে। কোত্থেকে হাজির হলো নির্ঝর। ওকে থামিয়ে কথা বললাম। ছবিও তুললাম দুটো। এর মাঝেই রিংদা, শামীম ভাইয়ের সাথে কথাবার্তা বললাম। লিব্রে ক্যালকে কিছু সমস্যা ফেস করছি সেটা জানালাম শামীম ভাইকে। আশিকূরের সাথেও টুকটাক বিষয়ে কথা হলো। এরপর আরো কিছু ছবি তুলে বেরিয়ে এলাম। আয়োজনে লিনাক্স মিন্ট, ফেডোরার সিডি-ডিভিডি দেখলাম রাখা হয়েছে বিক্রির জন্য। কিছু ল্যাপটপ দেখলাম, সবগুলোয় লিনাক্স ছিল তবে উবুন্টু-মিন্টেই সীমাবদ্ধ। ফেডোরা বা ওপেনস্যুযে পাওয়ার্ড কোন মেশিন চোখে পড়লো না। এমন জানলে আমার ফেডোরা পাওয়ার্ড ল্যাপিটা নিয়ে যেতাম।
রাতে আবার ফ্রীনোডে আড্ডায় বসলাম উন্মাতাল তারুণ্য ওরফে শাবাব ভাইয়ের আমন্ত্রণে। কম-বেশি অনেকেই ছিল, অপরিচিত কিছু ভাইও ছিল ভার্চুয়াল আড্ডায়। দেখলাম এখানেও ওপেনসুয্যে, ফেডোরা ব্যবহারকারী কম। গতকাল অল্প সময়ের জন্য উইন্ডোজে গিয়েছিলাম। প্রায় সারাট সময়ই ছিলাম ফেডোরায়। রাতে আবার ডেস্কটপে থাকা লিনাক্স মিন্টে ঢুঁ মেরেছিলাম।
মোদ্দাকথা লিনাক্স দিবসটি লিনাক্সময় কাটাতে পেরেছি। আগামীর স্বপ্ন দেখি, হয়তো একদিন সকল সীমাবদ্ধতা কাটিয়ে পূর্ণরূপে লিনাক্স চালাতে পারবো।
শুক্রবার, ২৬ আগস্ট, ২০১১
আমার লিনাক্স দিবস
এর দ্বারা পোস্ট করা
Unknown
এই সময়ে
৩:৩৮ PM
এটি ইমেল করুন
এটি ব্লগ করুন!
X-এ শেয়ার করুন
Facebook-এ শেয়ার করুন
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন