ফেডোরা ১৬ তে alacatre কাজ করে না। তাই এপ্লিকেশন লঞ্চার বানানোর জন্য অন্য উপায় খুঁজছিলাম। গুগলে ঘাঁটতে ঘাঁটতে নিচে বর্ণিত উপায় পেয়ে গেলাম।
কাস্টম এপ্লিকেশন লঞ্চার তৈরী করার জন্য প্রথমে রুটে লগ-ইন করতে হবে। তারপর নিচের কমান্ড দিয়ে লঞ্চার বানাতে হবে।
nano /usr/share/applications/app.desktop
এবার যে ফাইল খুলবে তাতে নিচের লাইনগুলো দিতে হবে।
[Desktop Entry]
Encoding=UTF-8
Name= Application_Name
GenericName= Application_Name
Comment= Application_Type
Exec= Application_Address
Icon= Icon_Address
Terminal=false
Type=Application
MimeType=text/plain;
Categories=Application_Category;
Name[en_US]=Application_Name
এবার নিচের কমান্ড দিয়ে এন্ট্রি আপডেট করতে হবে।
su -c '/usr/bin/update-desktop-database'
এভাবে টার্মিনালের মাধ্যমে গ্নোম৩-এ এপ্লিকেশন লঞ্চার যুক্ত করা যায়।
উদাহরণস্বরূপ আমার ল্যাপটপের বিটটরেন্ট ক্লায়েন্ট ভুজ্যের লঞ্চারের জন্য নিচের কোডগুলো ব্যবহৃত হয়েছে।
[Desktop Entry]
Encoding=UTF-8
Name=Vuze
GenericName=Vuze
Comment=Bittorrent Client
Exec=/home/tareq/.vuze/vuze
Icon=/home/tareq/.vuze/vuze.png
Terminal=false
Type=Application
MimeType=text/plain;
Categories=Network;
Name[en_US]=Vuze