Ads 468x60px

বৃহস্পতিবার, ২২ মার্চ, ২০১২

ফেডোরা ১৬ তে ইনস্টল করুন গুগল ক্রোম

গুগল ক্রোম একটি চমৎকার ব্রাউজার। ফেডোরায় এটি ইনস্টল করার দুটো উপায় আছে। একটি হলো আরপিএম ভার্সনটি ডাউনলোড করে ইনস্টল আরেকটি হল গুগল রেপো যুক্ত করে ইনস্টল। আমি গুগল রেপো যুক্ত করে ইনস্টলেশনের পক্ষে। প্রথমেই রুটে গিয়ে নিচের কমান্ডগুলো পরপর দিতে হবে।
wget https://dl-ssl.google.com/linux/linux_signing_key.pub
কী ইনস্টলের জন্য নিচের কমান্ড।
sudo rpm --import linux_signing_key.pub
এবার গুগল রেপো ইনস্টলের জন্য নিচের কমান্ড। ৩২ বিটের জন্য:
sudo sh -c 'echo "[google] name=Google Chrome 32-bit baseurl=http://dl.google.com/linux/chrome/rpm/stable/i386" >> /etc/yum.repos.d/google.repo'
৬৪ বিটের জন্য:
sudo sh -c 'echo "[google] name=Google Chrome 64-bit baseurl=http://dl.google.com/linux/chrome/rpm/stable/x86_64" >> /etc/yum.repos.d/google.repo'
এরপর সহজেই টার্মিনালে কমান্ড দিয়ে স্ট্যাবল ভার্সন ইন্সটল করা যাবে।
yum install google-chrome-stable
চাইলে বেটা, আনস্ট্যাবল প্রভৃতিও ইনস্টল করতে পারবেন।

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

Like us on Facebook