Ads 468x60px

সোমবার, ১৩ এপ্রিল, ২০১৫

ওপেনসুয্যেতে আর্ডুইনো ইনস্টলেশনের পদ্ধতিসমূহ


ইদানিং ঘরে বসে ইলেক্ট্রনিক্স প্রজেক্টের জন্য আর্ডুইনো জনপ্রিয় হয়ে উঠছে। শিক্ষকতা পেশায় জড়িত বলে আমাকেও তা নিয়ে ঘাঁটাঘাঁটি করতে হয়। এর আইডিই ক্রস প্লাটফর্মের বলে উইন্ডোজ, লিনাক্স, ম্যাক সহ সকল অপারেটিং সিস্টেমে চলে। আমি উইন্ডো‌জ এইট ও উবুন্টুয় আর্ডুইনো ইনস্টল করেছি, চালিয়েছিও। কদিন আগে ওপেনসুয্যে ইনস্টল করলাম ল্যাপটপে, ওটাতেও আর্ডুইনো ইনস্টল দেয়া দরকার ছিল। তাই ইনস্টল করলাম কোন ঝক্কি ঝামেলা ছাড়াই। আজ সেগুলো জানাতে লিখতে বসলাম।




ওপেনসুয্যেতে আর্ডুইনো আইডিই ইনস্টল করা যায় তিন পদ্ধতিতে। একটি হলো গ্রাফিক্যালি, অন্যটি কমান্ড লিখে এবং সর্বশেষ ভার্সন ব্যবহার করতে চাইলে মূল ওয়েবসাইট হতে কমপ্রেসড ফাইল নামিয়ে এক্সট্রাক্ট করে।

গ্রাফিক্যালি আর্ডুইনো ইনস্টলেশন

প্রথমেই কিকঅফ মেনুতে গিয়ে ইয়াস্ট খুলতে হবে।

Applications → System → Control Center (রুট পাসওয়ার্ড দিতে হবে)

ইয়াস্টে গিয়ে সফটওয়্যার ম্যানেজম্যান্টে আর্ডুইনো লিখে খুঁজলে কিছু তালিকা চলে আসবে। এরপর ইনস্টলের জন্য লিস্টে রাইট ক্লিক করে ইনস্টলে টিক চিহ্ন দিয়ে একসেপ্ট বাটনে ক্লিক করলেই চলবে।

আরেকটা গ্রাফিক্যাল পদ্ধতি হলো ওয়ান ক্লিক ইনস্টলেশন। ওপেনসুয্যের সফটওয়্যার (https://software.opensuse.org/package/arduino) পেজে গিয়ে আর্ডুইনো ঠিক ভার্সনটি বেছে নিয়ে আনস্টেবল প্যাকেজ দেখাতে বলুন এবং ওয়ান ক্লিক ইনস্টলেশনে ক্লিক করুন।


কমান্ড দিয়ে আর্ডুইনো ইনস্টলেশন

এজন্য কনস‌োল বা টার্মিনাল খুলতে হবে। কিকঅফ মেনু খুললে ফেভারিট অ্যাপ্লিকেশনের তালিকায় টার্মিনাল পাবেন, ওটায় ক্লিক করে টার্মিনালে প্রবেশ করুন।

টার্মিনালে গিয়ে নিচের কমান্ডগুলো দিলেও আর্ডুইনো ইনস্টল হয়ে যাবে। প্রথম কমান্ড দিয়ে রিফ্রেশ, পরের কমান্ড দিয়ে রিপোজিটরি আপডেট করা হচ্ছে, শেষ কমান্ড দিয়ে আর্ডুইনো ইনস্টল করা হচ্ছে। এরপর ইনস্টল করবেন কিনা অপশান আসবে, সেখানে y লিখে সম্মতি জানাতে হবে। সুডো দিয়ে রুট এক্সেস করা হয়, পাসওয়ার্ড দেয়া লাগবে সেক্ষেত্রে।

sudo zypper ref
sudo zypper up
sudo zypper install arduino
sudo usermod -a -G dialout,lock,uucp <user name>

এভাবে কমান্ড না দিয়ে শুরুতেই রুট এক্সেস নিশ্চিত করেও ইনস্টলেশন সম্ভব। সেক্ষেত্রে নিচের কমান্ডগুলো দিতে হবে। প্রথম কমান্ড দিলে পাসওয়ার্ড চাইবে। ওটা দিয়ে রুট একসেস নিশ্চিত করে ধাপে ধাপে রিফ্রেশ, আপডেট ও ইনস্টলেশন সম্পন্ন করুন।

~> su
# zypper ref
# zypper up
# zypper install arduino
# usermod -a -G dialout,lock,uucp <user name>

এখানেই শেষ নয়। লগ-আউট করে লগ-ইন করলে টার্মিনালে আর্ডুইনো লিখেই আর্ডুইনো আইডিই খুলতে পারবেন।

ইনস্টল না করে আর্ডুইনো ব্যবহার

এজন্য চলে যান আর্ডুইনোর মূল ওয়েবসাইটে (www.arduino.cc); ডাউনলোড করে নিন সাম্প্রতিক ভার্সনের কমপ্রেসড ফাইল। রাইট ক্লিক করে এক্সট্রাক্ট করে নিন ডাউনলোডকৃত ফাইল। নতুন যে ফোল্ডার পাবেন ওটায় আর্ডুইনো নামে একটি ফাইল দেখা যাবে। ওটায় ক্লিক করলেই চালু হয়ে যাবে আর্ডুইনো আইডিই।

যারা এত ঝামেলা পছন্দ করেন না তারা আরো সহজে কাজ সারতে পারেন। টার্মিনালে নিচের কমান্ডগুলো দিয়ে যান। আর্ডুইনো নেমে, এক্সট্রাক্ট হয়ে খুলে যাবে।

wget -c http://downloads.arduino.cc/arduino-1.6.3-linux64.tar.xz

tar -xJf arduino-1.6.3-linux64.tar.xz

cd arduino-1.6.3

sh arduino

আমি ৬৪-বিট ভার্সন নামিয়েছি বলে এই লিঙ্ক ব্যবহার করেছি। আপনার ক্ষেত্রে তা ৩২ বিট হতে পারে। চোখ বুঁজে কপি পেস্ট করার পূর্বে কি নামাচ্ছেন নিশ্চিত হয়ে নিন। দ্বিতীয় লাইন দিয়ে কমপ্রেসড ফাইল খুলছি, তারপর আরডুইনো ফোল্ডারে ঢুকে আর্ডুইনো চালানোর কমান্ড দিয়েছি। 

আজ আপাতত এটুকুই। সামনের লেখায় অন্য কোন টিপস শেয়ার করবো।

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

Like us on Facebook