Ads 468x60px

বৃহস্পতিবার, ৭ জুলাই, ২০১৬

কুবুন্টুতে বাংলা সমস্যার সমাধান

কুবুন্টু ইনস্টল করার পর ওয়েবসাইটের বাংলা লেখা ঠিকমতো আসেনা। যুক্তাক্ষর ভেঙে যায়। এটি খুব সহজেই দূর করা যায়। এজন্য আমাদের ল্যাঙ্গুয়েজ সাপোর্ট ঠিক করতে হবে। টার্মিনাল খুলে নিচের কমান্ড এক্সিকিউট করুন।

sudo apt-get install $(check-language-support)

ভাষা বিষয়ক সমস্যা এর মাধ্যমে সমাধান হয়ে যাবে।

বাংলা ওয়েবসাইটে লেখা সুন্দর দেখার জন্য একুশে বা অমিক্রণল্যাবের কিছু ফন্ট ইনস্টল করে নিন। তারপর ফায়ারফক্স ছবির মতো করে সেট করুন।

ক্রোমিয়াম বা গুগল ক্রোমেও ফন্ট সেট করতে পারেন ছবির মতো করে।


 আশা করি এরপর বাংলা নিয়ে আর কোন সমস্যা হবেনা।

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

Like us on Facebook