মনে করি আপনি লিনাক্স অপারেটিং সিস্টেম হিসেবে ব্যবহার করছেন উবুন্টু (ল্যুসিড লিঙ্কস বা ম্যাভেরিক মীরক্যাট)। শুরুতেই সফটওয়্যার সোর্স আপডেট করতে হবে।
System → Administration → Software Sources এ গিয়ে Other Software ট্যাবে ক্লিক করুন। অত:পর http://archive.canonical.com/ubuntu lucid partner সোর্সটিতে টিক চিহ্ণ দিন। রিপোজিটরি আপডেট করে নিন।
এবার টার্মিনাল খুলে নিচের কমান্ডটি চালান।
sudo apt-get update && sudo apt-get install sun-java6-jre sun-java6-plugin sun-java6-fonts
(কপি করে টার্মিনালে Ctrl + Shift + V প্রেস করুন)
জাভা ইনস্টল হবার পরে ভুজ ডাউনলোড করে নিন অফিসিয়াল সাইট হতে এবং হোম ফোল্ডারে এক্সট্রাক্ট করুন।
ফোল্ডারটির নামের পূর্বে ডট (.) দিন (যেমন .vuze) এবং হোম ফোল্ডারে থাকা অবস্থায় ctrl + h চেপে হিডেন ফাইল ভিজিবল করুন।
আপনার কাজ প্রায় শেষ। এখন System → Preference → Main Menu তে যান এবং Internet সিলেক্ট করে New Item ট্যাবে ক্লিক করুন। নিচের তথ্যগুলো পূরণ করুন। কমান্ড লাইনের জন্য ব্রাউজ করে .vuze ফোল্ডারের vuze ফাইলটি দেখিয়ে দিন। ফোল্ডারটি না দেখতে পেলে ctrl + h চেপে হিডেন ফাইল ভিজিবল করতে ভুলবেন না।
Name : Vuze
Command : home/ YOUR_NAME /.vuze/vuze
ব্যস, অ্যাপ্লিকেশন মেনুতে ভুজ চলে এসেছে। Application → Internet → Vuze ক্লিক করে চালান ভুজ আর শুরু করুন ডাউনলোড।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন