Ads 468x60px

সোমবার, ৩০ এপ্রিল, ২০১২

উবুন্টু প্রিসাইজ প্যাঙ্গলিন রিভিউ


 
সে প্রায় দুই বছর আগের কথা। লুসিড লিঙ্কস নামক একটা লিনাক্স অপারেটিং সিস্টেম এসেছিল। সেটা দেখে লিনাক্সের প্রতি আগ্রহ ভালবাসায় রূপ নিয়েছিল। সেই থেকে নিয়মিত লিনাক্সে আছি। ক্যানোনিকালের বের করা উবুন্টু লুসিডের পর ভাল একটা ডিস্ট্রোর সন্ধান করেছি এতদিন। ফেডোরা, ওপেনসুয্যে, ফুডুন্টু, চক্র ইত্যাদি দেখা হয়েছে। মিন্ট তো ছিলই।অপেক্ষায় ছিলাম কবে আরেকটি ডিস্ট্রোয় থিতু হব। অবশেষে গত ২৬ এপ্রিল রিলিজ হল প্রিসাইজ প্যাঙ্গলিন বা উবুন্টু বার দশমিক শূণ্য চার। এটি অন্যদের চেয়ে আলাদা কারণ লুসিডের মত এটিও লং টার্ম সাপোর্ট রিলিজ। যেদিন রিলিজ হয় মানে ২৬ তারিখ সময় যেন কাটছিল না। বিকালে কর্মস্থলে গিয়েছিলাম পরীক্ষার গার্ড দিতে, বাসায় ফিরে ডাউনলোড দিয়ে সে রাতেই ইনস্টলেশন প্রক্রিয়া শেষ করি। ডাউনলোড করেছি ৩২ বিট ভার্সনটি, কারণ বাংলালায়নের মডেম চালাতে হবে যা ৬৪ বিটে কাজ করে না।

ইউনিটি ডেসক্টপ

বাই ডিফল্ট ডেস্কটপ এনভায়রনমেন্ট হিসেবে দেয়া হয়েছে ইউনিটি। অতীতে ইউনিটি ভাল লাগেনি। তাই বলে এবারো লাগবেনা এমনটা তো নয়। তাই সিদ্ধান্ত নিলাম চালিয়েই দেখি না। সমস্যায় পড়লাম পরিচিত অ্যাপ্লিকেশন মেন্যু না পেয়ে। তার পরিবর্তে উবুন্টুর লোগোয় ক্লিক করে আসা সার্চ বারে নাম লিখলে অ্যাপ্লিকেশন হাজির হবে। কি এক মুসিবত। পরে খেয়াল করলাম ডানদিকের কোণায় ফিল্টারে ক্লিক করলে হাজির হচ্ছে প্রোগ্রাম মেন্যু। না, এটা ভাল লাগেনি।

আমি সিডি নামিয়েছিলাম, তাই সব প্রোগ্রাম পাওয়ার কথা না। যেগুলো আমার চোখে পড়েছে তা হল, ফায়ারফক্স, লিব্রে অফিস, শটওয়েল, ট্রান্সমিশান, এম্প্যাথি, রিদমবক্স ইত্যাদি। এত অল্প প্রোগ্রামে আমার হবে না। তাই একে একে নামিয়ে নিলাম হটট, গিম্প, এসএমপ্লেয়ার, পিজিন, ক্লেমেন্টাইন, ভিএলসি, ক্রেমিয়াম, জুপিটার ইত্যাদি। সাথে একগাদা প্রয়োজনীয় কাজ যা না করলেই নয় (যেমন বিভিন্ন কোডেক ইনস্টলেশন, টুইক ইনস্টল করা)। আর অবশ্যই গ্নোম-শেল। শেল ছাড়া আমার হবে না। অন্যান্যবার ইউনিটি ফেলে দিতাম। এবার আর তা করলাম না। ইউনিটি থাকলো তার জায়গায়, আর গ্নোম-শেল এল নিজস্ব বৈশিষ্ট্য নিয়ে। পালা করে চালানো হবে দুটোই। আর কার্ণেল দেয়া হয়েছে পিএই, যা চার জিবির বেশি র‍্যাম লাগালে সনাক্ত করতে পারবে সহজে। তাই ৬৪ বিট নিয়ে টেনশান না করলেও চলছে।

গ্নোম শেল ডেস্কট

প্রিসাইজ প্যাঙ্গলিনে কিছু বাগ দেখা গেছে। আমি ও আমার কয়েকজন বন্ধু তা প্রত্যক্ষ করেছে। যেমন – নটিলাস ক্রাশ করা, ল্যাপটপের লিড বন্ধ করে চালু করলে ফ্রিজ হওয়া, টাচপ্যাডকে মাউস হিসেবে পাওয়া ইত্যাদি। আমার ফুজিৎসু ল্যাপিতে ওয়েবক্যামের সমস্যা ছিল। সেটি এখানে দেখলাম না। এজন্য ভাল লেগেছে। টাচপ্যাডের সমস্যাটা না থাকলে উবুন্টু নিয়ে মনের ভেতর আফসোসটা থাকতো না।

সবকিছু দেখে আমি প্যাঙ্গলিনের উপর হতাশ নই। যেহেতু প্রত্যেক রিলিজের শুরুতে বাগ থাকে এবং তা পরে ঠিক করা হয় তাই ছোটখাট বাগ নিয়ে চিন্তিত নই। আপনারা যারা এখনো চেখে দেখেননি তারা দেখতে পারেন কেমন হলো প্রিসাইজ প্যাঙ্গলিন। আশা করি হতাশ হবেন না।

আপনাদের উবুন্টু যাত্রা শুভ হোক :)

বৃহস্পতিবার, ১২ এপ্রিল, ২০১২

ফুডুন্টুতে বাংলা ফন্ট সেটআপ


ফুডুন্টুতে ফন্ট সেটআপ করার জন্য বাংলাদেশের লিনাক্স কমিউনিটির পরিচিতমুখ সারিম খানের ডেভেলপ করা পাইফন্টফিক্সার বেশ কাজের টুল। এজন্য প্রথমেই ফেডোরার জন্য ডেভেলপ করা ভার্সনটি নামিয়ে নিতে হবে। তারপর টার্মিনাল ওপেন করে নিচের কমান্ড দিতে হবে।

beesu chmod +x /usr/share/pyfontfixer/pyfontfixer.py

এরপর সহজে অ্যপ্লিকেশন মেনু হতে টুলটি চালানো যাবে।

বাংলা ফন্ট সেটআপ করার জন্য দ্বিতীয় ফন্টটি সিলেক্ট করতে হবে প্রত্যেক ক্যাটাগরির মধ্যে (ছবিতে লক্ষ্য করুন)। আমি যেমন সোলায়মানলিপি দিয়েছি বাংলা ফন্ট হিসেবে, আর প্রথম ফন্টের জন্য বেছে নিয়েছি ড্রয়েড ফন্ট।



পাইফন্টফিক্সার পাবেন এই ঠিকানায়।

বুধবার, ১১ এপ্রিল, ২০১২

ফুডুন্টুতে যাত্রা


ফুডুন্টু একটি অপেক্ষাকৃত নবীন ডিস্ট্র। মূলত ল্যাপটপ, নেটবুক প্রভৃতির কথা ভেবে এটি তৈরী করা হয়েছে। আমার লেনোভো নেটবুকে একবার ফুডুন্টু ইনস্টল করেছিলাম। সেবার এসিপিআই সমস্যার জন্য একদিন চালিয়ে আবার উইন্ডোজে ফিরে যেতে হয়েছিল। এবার ফুজিৎসু ল্যাপটপে ইনস্টল দেয়ার সিদ্ধান্ত নিলাম কিছুদিন রাখব বলে। সেজন্য নতুন ভার্সনের (২০১২-) আইসো ডাউনলোড সেরে ইউনেটবুটইন দিয়ে পেনড্রাইভ বুটেবল করে নিলাম। ফুডুন্টুর লাইভ এনভায়রনমেন্টে গিয়ে দেখে নিলাম নতুন ভার্সনে কি কি দেয়া আছে।

যা দেওয়া আছে -

সাটার, ক্রোমিয়াম ব্রাউজার, পিজিন, শটওয়েল, ভিএলসি, বানশী, চিজ প্রভৃতি বাই ডিফল্ট দেয়া হয়েছে। অফিস স্যুট হিসেবে রয়েছে গুগল ডক্স। ল্যাপটপের পাওয়ার অপশানটা রিলায়েবল করার জন্য জুপিটার নামক অ্যাপ্লিকেশনটাও দিয়েছে তারা। আর ফাইল শেয়ার করার জন্য রয়েছে ড্রপবক্স। আর মজার বিষয় হল গ্নোম শেলের যুগে তারা এখনো গ্নোম ২ নিয়ে পড়ে আছে। উবুন্টুর ইউনিটি বা ফেডোরার গ্নোম শেল ব্যবহার না করতে চাইলে, পেতে চাইলে উবুন্টু ল্যুসিড লিঙ্কসের স্বাদ দারুণ একটি ডিস্ট্র ফুডুন্টু। এভান্ট উইন্ডো ম্যানেজার রয়েছে ডক হিসেবে। কম্পিজও দিয়ে দিয়েছে ডেভেলপাররা। অর্থাৎ শুরুতেই ডেস্কটপের সেই “ওয়াও” ইফেক্ট। আবার সিন্যাপটিকও দেয়া, দেয়া আছে সিস্টেম টুল অ্যালিউরাস (Ailurus)

যা কিছু প্রয়োজন ছিল -

আমি মিস করেছি ফায়ারফক্স, ডকি, গিম্প, টরেন্ট ক্লায়েন্ট ট্রান্সমিশান, অফিস স্যুট লিব্রে ইত্যাদি। তবে এগুলো পরবর্তীতে ইনস্টল করার ব্যবস্থা আমার জানা আছে। তাই খুব হতাশ নই। আমি আরো কিছু অ্যাপ্লিকেশন ইনস্টল করি যেমন – হটট, জেডাউনলোডার, আরিয়া২, ইউগেট ইত্যাদি। ওসব নিয়ে পরে ভাবলেও চলবে।

সবকিছু দেখে বুঝলাম এই “চিজ” একবার চালিয়ে দেখি। ভাল লাগলে নাহয় নিয়মিত ব্যবহার করব। তাই দেরী না করে ইনস্টল দিয়ে দিলাম।

ওমা, ইনস্টলেশন হুবহু ফেডোরার মত। উমম, এতো ফেডোরার ফর্ক। আরপিএম বেজড ডিস্ট্র। নামটা যদিও কেমন কেমন, ফুডুন্টু। মনে হতে পারে উবুন্টুর কোন ফর্ক। আসলে তা নয়। ফেডোরা (FeDora) ও উবুন্টু (UbUNTU) মিলে এই ডিস্ট্র, তাই ফুডুন্টু। দুটো মেজর ডিস্ট্রোর ভাল দিকগুলো নিয়ে এটা ডেভেলপ করা, তাই ফুডুন্টু আরেকটু বেটার।

ইনস্টলেশন শেষে পোস্ট ইনস্টলেশন পর্ব। সেটা এখন নয়, আগামী কিস্তিতে বলবো।

সেই পর্যন্ত যারা আগ্রহী তারা ঘুরে আসতে পারেন ফুডুন্টুর ওয়েবসাইটে, নতুন ডিস্ট্র সম্বন্ধে জানাও হল আর আমার লেখাটাও স্বার্থক হলো।

বৃহস্পতিবার, ৫ এপ্রিল, ২০১২

হটট ইনস্টল করুন ওপেনস্যুযেতে

প্রায় বছরখানেক আগে লিখেছিলাম কি করে ওপেনস্যুযে নামক অপারেটিং সিস্টেমে হটট নামক টুইটার ক্লায়েন্ট ইনস্টল করা যায়। তখনকার চেয়ে এখন আরেকটু অভিজ্ঞ হয়েছি। তাই ইনস্টলেশনের সিস্টেমটাও সংক্ষিপ্ত করছি। আর ওপেনস্যুযের ভার্সনও পাল্টে গেছে, বার দশমিক এক। কথা না বাড়িয়ে দেখি কি কি করতে হবে।
প্রথমেই রুটে চলে যাবেন। তারপর নিচের কমান্ডগুলো পর্যায়ক্রমে দিয়ে যাবেন।
zypper in python-webkitgtk mercurial python-notify python-distutils-extra gnome-common mercurial git
zypper in python-keybinder
hg clone https://hotot.googlecode.com/hg/ hotot
cd hotot
./install
ব্যস, এবার অ্যাপ্লিকেশন মেনুতে হটট পেয়ে যাবেন। আমি ওপেনস্যুযে ৬৪ বিট গ্নোম ডিইতে ইনস্টল করেছি। কাজেই ৩২-বিটে সহজে ইনস্টল করতে পারবেন, সমস্যা হবার কথা নয়।

সোমবার, ২ এপ্রিল, ২০১২

উইন্ডোজ ইনস্টলেশনের পর ফেডোরার গ্রাব২ উদ্ধার পদ্ধতি

উইন্ডোজ ইনস্টলেশনের পর ফেডোরা ১৬'র গ্রাব২ উদ্ধার করা যায় খুব সহজে। প্রথমে ফেডোরার ইনস্টলেশন ডিস্ক চালু করতে হবে। তারপর ট্রাবলশুটিং এ যেতে হবে। যে মেনু আসবে তা হতে রেসকিউ অপশানটি বেছে নিতে হবে। ভাষা, কি-বোর্ড প্রভৃতি সিলেক্ট করে দেয়ার পর শেলে যাওয়ার অপশান আসবে এবং তা সিলেক্ট করতে হবে। শেলে এলে নিচের কমান্ড পর্যায়ক্রমে দিতে হবে। fdisk -l দেখে নিন আপনার লিনাক্স পার্টিশান কোনটি। ধরে নিলাম sda হচ্ছে আপনার হার্ডডিস্ক। chroot /mnt/sysimage এরপর গ্রাব ইনস্টল করার পালা। /sbin/grub2-install /dev/sda রিবুট করার জন্য নিচের কমান্ড দিন। reboot এবার ডিস্কটি সরিয়ে নিন। বুট করলে দেখবেন গ্রাব চলে এসেছে। হ্যাপি লিনাক্সিং :)

Like us on Facebook