Ads 468x60px

বৃহস্পতিবার, ১২ এপ্রিল, ২০১২

ফুডুন্টুতে বাংলা ফন্ট সেটআপ


ফুডুন্টুতে ফন্ট সেটআপ করার জন্য বাংলাদেশের লিনাক্স কমিউনিটির পরিচিতমুখ সারিম খানের ডেভেলপ করা পাইফন্টফিক্সার বেশ কাজের টুল। এজন্য প্রথমেই ফেডোরার জন্য ডেভেলপ করা ভার্সনটি নামিয়ে নিতে হবে। তারপর টার্মিনাল ওপেন করে নিচের কমান্ড দিতে হবে।

beesu chmod +x /usr/share/pyfontfixer/pyfontfixer.py

এরপর সহজে অ্যপ্লিকেশন মেনু হতে টুলটি চালানো যাবে।

বাংলা ফন্ট সেটআপ করার জন্য দ্বিতীয় ফন্টটি সিলেক্ট করতে হবে প্রত্যেক ক্যাটাগরির মধ্যে (ছবিতে লক্ষ্য করুন)। আমি যেমন সোলায়মানলিপি দিয়েছি বাংলা ফন্ট হিসেবে, আর প্রথম ফন্টের জন্য বেছে নিয়েছি ড্রয়েড ফন্ট।



পাইফন্টফিক্সার পাবেন এই ঠিকানায়।

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

Like us on Facebook