উইন্ডোজ ইনস্টলেশনের পর ফেডোরা ১৬'র গ্রাব২ উদ্ধার করা যায় খুব সহজে।
প্রথমে ফেডোরার ইনস্টলেশন ডিস্ক চালু করতে হবে। তারপর ট্রাবলশুটিং এ যেতে হবে। যে মেনু আসবে তা হতে রেসকিউ অপশানটি বেছে নিতে হবে। ভাষা, কি-বোর্ড প্রভৃতি সিলেক্ট করে দেয়ার পর শেলে যাওয়ার অপশান আসবে এবং তা সিলেক্ট করতে হবে। শেলে এলে নিচের কমান্ড পর্যায়ক্রমে দিতে হবে।
fdisk -l
দেখে নিন আপনার লিনাক্স পার্টিশান কোনটি। ধরে নিলাম sda হচ্ছে আপনার হার্ডডিস্ক।
chroot /mnt/sysimage
এরপর গ্রাব ইনস্টল করার পালা।
/sbin/grub2-install /dev/sda
রিবুট করার জন্য নিচের কমান্ড দিন।
reboot
এবার ডিস্কটি সরিয়ে নিন। বুট করলে দেখবেন গ্রাব চলে এসেছে।
হ্যাপি লিনাক্সিং :)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন