ইন্টারনেট ব্রাউজ করার জন্য ফায়ারফক্স আমাদের প্রিয় একটি ব্রাউজার। গতানুগতিক ফন্ট যদি পাল্টে নেয়া যায় তাহলে কেমন হয়? বিশেষ করে বাংলার জন্য, আর ইংরেজীর জন্য? সে কাজটিই আজ করবো। বাংলার জন্য ব্যবহার করবো সোলায়মানলিপি, ইংরেজীর জন্য অক্সিজেন। সোলায়মানলিপি ডাউনলোড করুন এই লিঙ্ক থেকে, তারপর ডাবল ক্লিক করে সিস্টেমের জন্য ইনস্টল করে নিন (দুইবার পাসওয়ার্ড দিতে হতে পারে)।
অক্সিজেন ফন্ট ইনস্টল করার জন্য নিচের দুটো কমান্ড কপি-পেস্ট করুন টার্মিনালে।
বাংলার জন্য
এবার দেখুন কেমন লাগছে বাংলা সাইটগুলো, পাশাপাশি ইংরেজী সাইটও দেখুন। পার্থক্য নিজেই বুঝতে পারবেন।
sudo zypper in git
git clone http://anongit.kde.org/oxygen-fonts
ফন্ট ইনস্টল করা হয়ে গেলে ফায়ারফক্স চালু করুন। প্রেফারেন্সে গিয়ে কন্টেন্ট ট্যাব চালু করুন। এডভান্সে ক্লিক করে ফন্ট সেটাপ নিচের মতো করে দিন।
ইংরেজীর জন্য
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন