Ads 468x60px

রবিবার, ২১ অক্টোবর, ২০১২

ফুজিৎসু ল্যাপটপে টাচপ্যাড সক্রিয়করণ (ওপেনসুয্যে ১২.২)


ওপেনসুয্যে ইনস্টল করার পর আমার ফুজিৎসু ল্যাপটপে টাচপ্যাড পাওয়া যায় না। সেটা এনাবল করার একটা উপায় পেয়েছিলাম। সেটা নতুন ভার্সনে খাটাতে গিয়ে দেখলাম কিঞ্চিৎ পার্থক্য আছে। তো দেখা যাক কি কি করলাম টাচপ্যাড সক্রিয় করার জন্য।

শুরুতে কিকঅফ মেনুতে গিয়ে Yast → System → Boot Loader এ ক্লিক করলাম।


নতুন যে উইন্ডো আসবে সেখানে Boot Loader Option এ ক্লিক করে আরেকটি উইন্ডো খুললাম।


নতুন উইন্ডোর Optional Kernel Command Line Parameter – এর শেষে নিচের লাইনটি যুক্ত করে দিলাম।

i8042.notimeout i8042.nomux


এরপর Ok বাটনে ক্লিক করে বেরিয়ে এলাম। অত:পর রিস্টার্ট দেয়ার পর বহুল প্রতিক্ষীত টাচপ্যাড পেলাম। দেরী না করে টু-ফিঙ্গার স্ক্রলিং চালু করে দিলাম।

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

Like us on Facebook