ওপেনসুয্যে ইনস্টল করার পরে উইন্ডোজ ইনস্টল
করলে ওপেনসুয্যেকে বুটের সময় খুঁজে পাওয়া যায় না। খুব সহজে আমরা গ্রাব রিস্টোর
করতে পারি। এখানে উল্লেখ করা প্রয়োজন ওপেনসুয্যে ১২.২ গ্রাব-২ ব্যবহার করছে।
প্রথমে ওপেনসুয্যের ডিভিডি দিয়ে পিসি বুট
করতে হবে। বুটের পর বিভিন্ন অপশানে মধ্যে রেসকিউ অপশানটি সিলেক্ট করতে হবে। লগইন
অপশান এলে রুট লিখে এন্টার দিন। পাসওয়ার্ড দিতে হবে না, শুধু এন্টার চাপবেন।
login: root
password:
এরপর fdisk –l লিখে দেখে নিন পার্টিশান
লিস্ট। কোন ডিস্কে লিনাক্স আছে ভাল করে দেখুন।
লিনাক্স পার্টিশান মাউন্ট করুন (আমার
ক্ষেত্রে ছিল sda8) এবং পরের কমান্ডে অন্যান্য ডিস্ক মাউন্ট করুন।
mount /dev/sda8 /mntmount –-bind /dev /mnt/dev
অত:পর নিচের কমান্ড দিয়ে রেসকিউতে প্রবেশ
করুন।
chroot /mnt
রেসকিউতে সফলভাবে প্রবেশের পর গ্রাব ইনস্টল
করে নিন।
grub2-install /dev/sdaexitreboot
রিবুটের পর দেখুন ওপেনসুয্যের বুটলোডার চলে
এসেছে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন