আজকাল
আমরা অনেক সচেতন। পাইরেসি না
করে হলে গিয়ে ছবি দেখছি,
অডিও সিডি
কিনে গান শুনছি এমনকি উইন্ডোজ
কিনতে না পারলে লিনাক্স ভিত্তিক
অপারেটিং সিস্টেম চালাচ্ছি।
অফিসিয়াল কাজে মাইক্রোসফট
অফিসের ব্যবহার কমাতে সহায়তা
করছি, কারন
এত দাম দিয়ে অফিস স্যুট কেনার
পয়সা সবার নেই। অফিসের বিকল্পের
মধ্যে লিব্রেঅফিস অন্যতম।
আমিও একজন এমএস অফিস ব্যবহারকারী,
পাশাপাশি
লিব্রেটাও ব্যবহার করছি।
লিব্রে ব্যবহারকারীর একটা
অভিযোগ থাকে এটা বড্ড স্লো,
লোড হতে সময়
লাগছে। মানছি লিব্রে স্লো,
তাকে দ্রুত
লোড করারও তো তরিকা আছে। ওটা
না দেখেই হুট করে এসব মন্তব্য
করা কি ঠিক ?
আসুন
দেখি কি করে লিব্রে অফিস নামক
ফ্রী অফিস স্যুট আরো কম সময়ে
খুলতে পারা যায়।
শুরুতেই
লিব্রে অফিস বা লিব্রে রাইটার
খুলুন। টুলস হয়ে অপশানে যান।
লিব্রে অফিসের নিচে লেখা
মেমরীতে ক্লিক করুন। একটা
নতুন পর্দা আসবে। সেটায় নিচের
মত সেটাপ দিন।
- আনডু স্টেপসের সংখ্যা দিন ২০।
- গ্রাফিক্স ক্যাশে লিব্রে অফিসের জন্য ১২৮ মেগা বাইট ও প্রত্যেকটা অবজেক্টের জন্য ২০ মেগাবাইট নির্ধারন করে দিন।
- অবজেক্টের সংখ্যা দিন ২০।
- কুইক স্টার্টারে টিক চিহ্ণ দিতে ভুলবেন না যেন।
এবার
ওকে চেপে অ্যাপ্লিকেশন রিস্টার্ট
দিন। কি, লোড
হওয়ার সময় কমেছে না ?
এরপরে নিশ্চয়
লিব্রে স্লো অপবাদ শুনতে হবে
না ?
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন