অনেকদিন
পর লিখতে বসলাম। বিষয়বস্তু
প্রতিবারের মতোই ওপেনসোর্স
সফটওয়্যার। আজ হঠাৎ ইন্টারনেটে
ঘুরতে গিয়ে বিষয়টা খেয়াল
করলাম। আমাদের অনেকে লিব্রে
অফিসে বাংলা লিখতে গিয়ে সমস্যায়
পড়ছেন। আমার সামান্য চেষ্টা
কি করে অতি সহজে সমস্যার সমাধান
করা যায়।
প্রথমেই
লিব্রে অফিস রাইটার বা স্টার্টার
চালু করে নিন। টুলস ল্যাঙ্গুয়েজ
সেটিংস এ গিয়ে নিচের ছবির মতো
বাংলা সেটাপ করে নিন।
ওকে
দিয়ে বেরিয়ে আসুন। আবার টুলস
অপশানে গিয়ে লিব্রে অফিস
রাইটার অপশানে বেসিক ফন্টস
(CTL) সিলেক্ট
করুন। সোলায়মানলিপি বা আপনার
পছন্দের বাংলা ফন্ট সেট করুন
ছবির মতো করে। ওকে বাটনে ক্লিক
করে বেরিয়ে আসুন। দেখবেন কি
সুন্দর বাংলা লেখা যাচ্ছে।
বাংলা
লেখার আগে অবশ্যই কি-বোর্ড
লেআউট পাল্টে বাংলা করে নিতে
হবে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন