ওপেনসুয্যে
একটি জনপ্রিয় অপারেটিং সিস্টেম।
উবুন্টু, লিনাক্স
মিন্ট, ফেডোরার
পাশাপাশি এটাও অনেকের প্রিয়
ওএসের তালিকায় রয়েছে। ওপেনসুয্যে
ইনস্টল করার পর ফন্ট নিয়ে
সমস্যায় পড়তে হয়। যদিও নতুন
এডিশানে বাই ডিফল্ট বাংলা
সাপোর্ট রয়েছে তবুও কেমন যেন
সাদামাটা দেখায় ফন্টগুলোকে।
ফন্ট সুন্দর দেখানোর জন্য
কিছু টুইক করতে হবে। আসুন দেখা
যাক কিভাবে ফন্টের সৌন্দর্য
বৃদ্ধি করা যায়।
কিকঅফ
এপ্লিকেশন লঞ্চারের সার্চ
বারে Fonts লিখে
সার্চ দিন। প্রথমেই যে রেজাল্ট
আসবে (Fonts) তাতে
ক্লিক করলে নতুন উইন্ডো খুলবে।
এন্টি
এলিয়াসিং এনাবল করুন এবং
কনফিগারে ক্লিক করুন।
ইউএসবি
সাবপিক্সেল রেন্ডারিং এ টিক
চিহ্ন দিন এবং হিন্টিং স্টাইল
ফুল বা মিডিয়াম দিন। তারপর
ওকে চেপে এপ্লাই বাটনে ক্লিক
করুন। কিছু এপ্লিকেশানে
রিস্টার্ট ছাড়া কাজ করবেনা
সেটা জানানো হবে। ওকে চেপে
উইন্ডোগুলো বন্ধ করুন। অত:পর
লগ-আউট
করে লগ-ইন
করলেই পার্থক্য বুঝতে পারবেন।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন