উইন্ডোজ
৮ এর সাথে ডুয়াল বুটে লিনাক্স
চালাতে গিয়ে দুটো সমস্যায়
পড়েছিলাম। প্রথমত উইন্ডোজের
ড্রাইভগুলো এক্সেস করতে
পারছিলাম না আর দ্বিতীয়ত
লিনাক্স থেকে উইন্ডোজে এলে
টাইম পরিবর্তিত হয়ে যাচ্ছিল।
গুগলে গুঁতাতেই কিছু সমাধান
পেয়ে গেলাম। সেগুলোই আপনাদের
সাথে শেয়ার করছি।
প্রথমেই
উইন্ডোজ ৮ এ লগ-ইন
করতে হবে। কন্ট্রোল প্যানেলে
গিয়ে পাওয়ার অপশানটি খুলতে
হবে। চিত্র-১
অনুসারে Change
what the power buttons do তে
ক্লিক করুন।
চিত্র-১:
পাওয়ার
কন্ট্রোল প্যানেল
আরেকটি
উইন্ডো খুলবে। স্ক্রল করে
নিচে নামুন এবং ফাস্ট বুট
অপশানের টিক চিহ্ণ তুলে দিন
(চিত্র-২)।
তারপর সেভ করুন এবং পিসি রিবুট
করুন। লিনাক্সে গিয়ে এনটিএফএস
পার্টিশান এক্সেস করতে পারবেন
এবং সময়ের সমস্যা মিটে যাবে।
চিত্র-২:
ফাস্ট
বুট বন্ধ করার অপশান
হ্যাপি
কম্পিউটিং।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন