ওপেনসুয্যে অপারেটিং সিস্টেমে এনভিডিয়া গ্রাফিক্স কার্ডের ড্রাইভার ইনস্টল কিভাবে করতে হয় তা নিয়ে অনেকে উদ্বিগ্ন থাকেন, ব্যাপারটা সহজ। একটু খেয়াল করলেই খুব সহজে এনভিডিয়ার সাম্প্রতিক ড্রাইভার (প্রপ্রাইটরি) ইনস্টল করা যায়। এখন ওপেনসুয্যের 11.3 ভার্সন সাম্প্রতিক বলে সেটিতে কিভাবে এনভিডিয়া ড্রাইভার ইনস্টল করা যায় দেখব।
প্রথমেই কার্ণেল আপডেট করে নিতে হবে।
YaST → Software → Software Repositories → Add
Protocol: HTTP
Server Name: download.nvidia.com
Directory on Server: /opensuse/11.3
এভাবে তথ্যগুলো যুক্ত করে বেরিয়ে আসুন। এবার এনভিডিয়া সার্ভারকে ইনস্টলেশন সোর্স হিসেবে ব্যবহার করার জন্য সফটওয়্যার ম্যানেজম্যান্টে যেতে হবে।
YaST → Software → Software Management
আপনার কার্ডের জন্য প্রয়োজনীয় প্যাকেজ স্বয়ংক্রিয়ভাবে সিলেক্ট হয়ে যাবে। নিচের যেকোন একটি প্যাকেজ হতে পারে,
a) x11-video-nvidia + nvidia-gfx-kmp-(kernel_flavor)
b) x11-video-nvidiaG01 + nvidia-gfxG01-kmp-(kernel_flavor)
c) x11-video-nvidiaG02 + nvidia-gfxG02-kmp-(kernel_flavor)
অতিরিক্ত কোন প্যাকেজ সিলেক্ট না হলে বুঝতে হবে আপনার কার্ড ড্রাইভার সাপোর্ট করছেনা। এজন্য কার্ণেল কম্পাইল করতে হবে। আমি সেদিকে যেতে চাচ্ছি না, অনেকের জন্য তা সমস্যার কারণ হতে পারে।
এবার বরাবরের মতো প্যাকেজগুলো ইনস্টলের জন্য অনুমতি দিয়ে অপেক্ষা করুন, ইয়াস্ট (YaST) সাম্প্রতিক ড্রাইভার ইনস্টল করে নেবে। তারপর পিসি রিস্টার্ট করে গ্রাফিক্সের মজা উপভোগ করুন।
বুধবার, ১২ জানুয়ারী, ২০১১
ওপেনসুয্যেতে ইনস্টল করুন সাম্প্রতিক এনভিডিয়া ড্রাইভার
এর দ্বারা পোস্ট করা
Unknown
এই সময়ে
১১:৩৬ AM
এটি ইমেল করুন
এটি ব্লগ করুন!
X-এ শেয়ার করুন
Facebook-এ শেয়ার করুন
লেবেলসমূহ:
এনভিডিয়া,
ওপেনসুয্যে,
গ্রাফিক্স,
ড্রাইভার,
লিনাক্স
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন