লিনাক্স মিন্টে রাইট ক্লিক মেন্যুতে টার্মিনাল অপশনটি থাকে। অনেক উবুন্টু ব্যবহারকারী উবুন্টুতে এর অভাব বোধ করেন। সহজেই মাত্র একটি কমান্ডের মাধ্যমে আমরা উবুন্টুর রাইট ক্লিক মেন্যুতে এটি যোগ করতে পারি।
এজন্য Applications → Accessories → Terminal এ ক্লিক করে টার্মিনাল ওপেন করুন।
এরপর নিচের কমান্ডটি দিন।
পাসওয়ার্ড দিয়ে একটু অপেক্ষা করুন। ইনস্টলেশন শেষ হলে টার্মিনাল ক্লোজ করে লগ-আউট করুন।
লগ-ইন করে ডেস্কটপে রাইট ক্লিক করলে দেখবেন Open in Terminal অপশনটি চলে এসেছে।
সোমবার, ৩১ জানুয়ারী, ২০১১
উবুন্টুর কনটেক্সট মেন্যুতে টার্মিনাল
এর দ্বারা পোস্ট করা
Unknown
এই সময়ে
৬:৪৮ PM
এটি ইমেল করুন
এটি ব্লগ করুন!
X-এ শেয়ার করুন
Facebook-এ শেয়ার করুন
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন