Ads 468x60px

বুধবার, ২৬ জানুয়ারী, ২০১১

ওপেনসুয্যের ড্রাইভগুলো রাইট এনাবল করার উপায়

ওপেনসুয্যে ইনস্টল করার পরে এনটিএসএস ড্রাইভগুলো অটোমাউন্ট হলেও রাইট প্রটেক্টেড থাকে, যা বিরক্তিকর। এ থেকে পরিত্রাণের সহজ উপায় হলো এফস্ট্যাব ফাইলটি এডিট করা। এজন্য প্রথমেই কনসোল বা টার্মিনাল খুলতে হবে। তারপর নিচের কমান্ড দিতে হবে:

kdesu kwrite /etc/fstab

পাসওয়ার্ড চাইলে দিয়ে এন্টার চাপতে হবে।

নতুন যে ফাইল খুলবে তাতে এনটিএফএস ড্রাইভগুলোর এন্ট্রির পাশে নিচের লাইনটি থাকবে,

users,gid=users,fmask=133,dmask=022,locale=en_US.UTF-8

এটি মুছে নিচের লাইনটি লিখতে হবে,

defaults,locale=en_US.UTF-8

তারপর ফাইলটি সেভ করে বেরিয়ে আসতে হবে। এরপর পিসি রিস্টার্ট করলে এনটিএফএস ড্রাইভগুলো রাইট এনাবল হয়ে যাবে।

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

Like us on Facebook