ওপেনসুয্যে ইনস্টল করার পরে এনটিএসএস ড্রাইভগুলো অটোমাউন্ট হলেও রাইট প্রটেক্টেড থাকে, যা বিরক্তিকর। এ থেকে পরিত্রাণের সহজ উপায় হলো এফস্ট্যাব ফাইলটি এডিট করা। এজন্য প্রথমেই কনসোল বা টার্মিনাল খুলতে হবে। তারপর নিচের কমান্ড দিতে হবে:
kdesu kwrite /etc/fstab
পাসওয়ার্ড চাইলে দিয়ে এন্টার চাপতে হবে।
নতুন যে ফাইল খুলবে তাতে এনটিএফএস ড্রাইভগুলোর এন্ট্রির পাশে নিচের লাইনটি থাকবে,
users,gid=users,fmask=133,dmask=022,locale=en_US.UTF-8
এটি মুছে নিচের লাইনটি লিখতে হবে,
defaults,locale=en_US.UTF-8
তারপর ফাইলটি সেভ করে বেরিয়ে আসতে হবে। এরপর পিসি রিস্টার্ট করলে এনটিএফএস ড্রাইভগুলো রাইট এনাবল হয়ে যাবে।
বুধবার, ২৬ জানুয়ারী, ২০১১
ওপেনসুয্যের ড্রাইভগুলো রাইট এনাবল করার উপায়
এর দ্বারা পোস্ট করা
Unknown
এই সময়ে
৬:০১ PM
এটি ইমেল করুন
এটি ব্লগ করুন!
X-এ শেয়ার করুন
Facebook-এ শেয়ার করুন
লেবেলসমূহ:
এনটিএফএস,
ওপেনসুয্যে,
ড্রাইভ,
লিনাক্স
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন