প্রায় দুই মাস চালানোর পর প্রিসাইজ প্যাঙ্গলিনকে টা টা জানিয়েছি। আমার একমাত্র ল্যাপিতে উইন্ডোজ সেভেনের পাশাপাশি এখন চলছে ওপেনস্যুযে ১২.১। আবার সেই কেডিই, তবে এবার স্ট্যাবল ডিস্ট্রোতে। ইনস্টল সেরে কিছু দরকারী কাজ করতে হয়, সেগুলো করে অপেক্ষায় ছিলাম কি করে কেডিই আপগ্রেড করবো। গতকাল রাতে নেটের অবস্থা ভাল ছিল না। ডাউনলোড করা সম্ভব হয়নি, ব্রাউজিং হয়েছে ঢিমেতালে। সকালে নেট স্পিড দারুণ পেলাম, কিন্তু ক্লাস নিতে হবে সোয়া দশটায়। তাই একটু কনফিউজড ছিলাম কি করবো ভেবে। নয়া কেডিইর লোভ সামলাতে না পেরে সকালেই আপডেট দিয়ে দিলাম। আমার ৭৬৮ কেবিপিএস লাইনে দারুণ গতিতে আপডেট নামতে লাগলো। প্রায় ৩৭১ মেগা ডাউনলোড করা কি সহজ কাজ? সাড়ে নয়টায়ও যখন কাজ শেষ হয়নি, তখন ল্যাপি চালু রেখেই ক্লাশের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। ক্লাশ শেষ করে এসে দেখি আপডেট হয়ে গেছে। আরেকটু ঘষামাজা করে সব ঠিক করে নিলাম। এখন লেটেস্ট কেডিই চালাচ্ছি ওপেনস্যুযেতে।
যেভাবে কেডিই আপডেট করলাম:
Yast -> Software Repositories এ গিয়ে নিচের দুটো রিপো যোগ করতে হবে। সেগুলো এনাবল ও অটো রিফ্রেশেবল করে নিতে হবে।
http://download.opensuse.org/repositories/KDE:/Release:/48/openSUSE_12.1/
http://download.opensuse.org/repositories/KDE:/Extra/KDE_Release_48_openSUSE_12.1/
অত:পর konsole খুলে নিচের কমান্ড।
zypper dupব্যস, আপডেট শুরু হবে। সময় কত লাগবে তা নির্ভর করবে ইন্টারনেট স্পিডের উপর। স্পিড কম হলে আপনি একটা ঘুমও দিয়ে আসতে পারেন। কিংবা প্রয়োজনীয় শপিংটাও সেরে নিতে পারেন এই ফাঁকে।


0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন