অবশেষে
সফলতার মুখ দেখলাম। লিনাক্সে
টাচপ্যাড নিয়ে ঝামেলা পাকানো
ল্যাপিটাকে (Fujitsu LH531) ঠিক
করলাম। উবুন্টুতে ঠিক করে
কাজ চালিয়েছিলাম। এখন সফল
হলাম ওপেনসুয্যেতেও। কিভাবে
কি করলাম দেখে নেয়া যাক।
Yast → Boot Loader এ
ক্লিক করলে নিচের মত ছবি আসবে।
দেখতে হবে ওপেনসুয্যের এন্ট্রি
সিলেক্ট করা আছে কিনা। এরপর
Edit বাটনে ক্লিক
করতে হবে।
নতুন
উইন্ডো খুলবে, তার
শেষে Optional Kernel Command Line Parameter এর
শেষে i8042.notimeout i8042.nomux যুক্ত
করতে হবে। ছবিতে সবুজ কালিতে
মার্ক করা।
এরপর
সেভ করে বেরিয়ে আসতে হবে। এরপর
রিস্টার্ট করলে টাচপ্যাড
খুঁজে পাবে ওপেনসুয্যে।
বিকল্প
প্রথমে
কনসোল বা টার্মিনাল খুলে নিচের
কমান্ড দিতে হবে।
kdesu kwrite /boot/grub/menu.lst
তারপর
পাসওয়ার্ড দিলে একটা ফাইল
খুলবে। সেখানে ওপেনসুয্যের
এন্ট্রি খুঁজে নিয়ে নিচের
লাইন যোগ করে দিতে হবে সবার
শেষে।
i8042.notimeout i8042.nomux
এরপর
সেভ করে বেরিয়ে আসতে হবে।
রিস্টার্টের পর টাচপ্যাড কাজ
করবে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন