ওপেনসুয্যে লিনাক্স ঘরানার জনপ্রিয় একটি অপারেটিং সিস্টেম। যদিও উবুন্টু, ফেডোরা, লিনাক্স মিন্ট ইত্যাদির মতো অনেকেই এর সাথে পরিচিত নন। তবুও যারা কিছুদিন এটি ব্যবহার করেছে তারা জানে ওপেন সুয্যে কেমন অপারেটিং সিস্টেম। ওপেনসুয্যে প্রথমবার ইনস্টল করলে (হতে পারে এটা আপনার প্রথম লিনাক্স ওএস কিংবা উবুন্টু থেকে ওপেনসুয্যেতে এসেছেন)। কিছু কমন সফটওয়্যার ইনস্টলেশনে সমস্যা হতে পারে। যেমন ভিএলসি প্লেয়ার, ডেলুগ্যে, জেডাউনলোডার ইত্যাদি।
আজকে আমি বলবো কি করে ওপেন সুয্যেতে জেডাউনলোডার ইনস্টল করতে হবে। এটি খুব ভালো ডাউনলোড ম্যানেজার। যা র্যাপিডশেয়ার, হটফাইল, মেগাআপলোড ইত্যাদি হোস্টে আপলোড করা ফাইল সহজে প্রিমিয়াম একাউন্ট ছাড়া ডাউনলোড করতে পারে। উইন্ডোজ, ম্যাক ও লিনাক্স সকল সিস্টেমেই এটি ব্যবহার করা যায়। প্রথমেই ডাউনলোড করে নিন এই (jd.sh) ফাইলটি। তারপর সেটি সুবিধামত জায়গায় রেখে টার্মিনাল চালু করুন। রুটে যান
# su
Password: (পাসওয়ার্ড দিন এবং এন্টার চাপুন; ঠিক হলে রুটে প্রবেশ করবেন)
টার্মিনালে যে ফোল্ডারে ডাউনলোডকৃত ফাইলটি রেখেছেন সেই ফোল্ডারে যান। তারপর নিচের কমান্ডগুলো পর্যায়ক্রমে দিন।
# chmod +x jd.sh
# start jd.sh
অথবা
#sh jd.sh
আপডেট প্রক্রিয়া শুরু হবে, ধৈর্য ধরে অপেক্ষা করুন। ইন্টারনেটের গতি ভালো না হলে সময় লাগতে পারে। আপডেটের পরে শুরু হবে ইনস্টলেশন, প্রয়োজনীয় বাটনে (OK, yes) ক্লিক করে ইনস্টল শেষ করুন। এরপর jd.sh ফাইলটি যে ফোল্ডারে জেডাউনলোডার ইনস্টল হয়েছে সেখানে কপি করে পেস্ট করে দিন। এরপর ফাইলটি চালালেই জেডাউনলোডার চালু হয়ে যাবে।
নিচের লিঙ্ক থেকে ফাইলটি ডাউনলোড করুন ,
jd.sh
আশা করি জেডাউনলোডার কিভাবে ওপেন সুয্যেতে ইনস্টল করতে হবে বুঝতে পেরেছেন। ভবিষ্যতে অন্য কোন টিউটোরিয়াল নিয়ে হাজির হবার আশা রাখি, সে পর্যন্ত হ্যাপি ডাউনলোডিং।
মঙ্গলবার, ১১ জানুয়ারী, ২০১১
ওপেনসুয্যেতে জেডাউনলোডার ইনস্টলেশন পদ্ধতি
এর দ্বারা পোস্ট করা
Unknown
এই সময়ে
১২:৩৭ PM
এটি ইমেল করুন
এটি ব্লগ করুন!
X-এ শেয়ার করুন
Facebook-এ শেয়ার করুন
লেবেলসমূহ:
ওপেন সুয্যে,
ওপেনসুয্যে,
জেডাউনলোডার,
লিনাক্স
2 মন্তব্য(গুলি):
[...] This post was mentioned on Twitter by Mohammad Tareq, Mohammad Tareq. Mohammad Tareq said: ওপেন সুয্যেতে জেডাউনলোডার ইনস্টলেশন পদ্ধতি: http://t.co/IRr2mWf [...]
ভালো তো! আমি অবস্য জেডাউনলোডার তেমন পছন্দ করি না। প্রচুর ডাটা করাপ্টেড হয়েছে আমার। aria2 ই মনে হয় সবচেয়ে ভালো।
একটি মন্তব্য পোস্ট করুন