টার্মিনাল খুলে নিচের কমান্ডগুলো ক্রমান্বয়ে দিন।
এয়োকেন আইকন ইনস্টলের জন্য:
sudo add-apt-repository ppa:alecive/antigone && sudo apt-get update
sudo apt-get install awoken-icon-theme
মারিন ইনস্টলের জন্য:
sudo apt-get install gtk2-engines-murrine
ইকুইনক্স ইনস্টলের জন্য:
sudo add-apt-repository ppa:tiheum/equinox
sudo apt-get update
sudo apt-get install gtk2-engines-equinox
এটম থিম ইনস্টলের জন্য:
sudo add-apt-repository ppa:nikount/orta-desktop
sudo apt-get update
sudo apt-get install atolm-theme
কিছু ডেকোরেটর ইনস্টলের জন্য:
sudo apt-get install atolm-xfwm4-decorators
sudo apt-get install atolm-emerald-decorators
ইনস্টল হয়ে গেলে System → Preference → Appearance এ গিয়ে থিম সিলেক্ট করে দিন এটম। দেখুন চমৎকার একটি থিম কি করে আপনার উবুন্টুর চেহারাই পাল্টে দেয়।
আমার ডেস্কটপের একটা ছবি দিয়ে দিলাম। এতে অতিরিক্ত হিসেবে কংকি ও ডকি সেটআপ করা আছে।
2 মন্তব্য(গুলি):
জটিল থিম তো! তবে আইকনগুলো কেমন জানি :(
থিমটা কিন্তু ভালো লেগেছে, ফাইএনজা আইকনের সাথে ব্যবহার করে দেখতে পারি...
ডিফল্ট আইকন এয়োকেন তবে কাস্টমাইজেশনের অপশান তো আছেই ;)
একটি মন্তব্য পোস্ট করুন