বৃহস্পতিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০১১
আর মাত্র কয়েক ঘন্টা
ঘনিয়ে আসছে সময়। বাংলাদেশে উদ্বোধন হতে চলেছে বিশ্বকাপ ক্রিকেটের দশম আসর। আর মাত্র কয়েকটা ঘন্টার অপেক্ষা। তারপর সেই ক্ষণ, তিন দেশের সঙ্গীত শিল্পীদের সুরের মূর্ছনায় ভেসে যাবে ক্রিকেট বিশ্ব। বাড়তি পাওয়া কানাডিয়ান শিল্পী ব্রায়ান এডামসের পারফরম্যান্স। বিশ্বকাপ উপলক্ষে দারুণ সাজে সেজেছে বঙ্গবন্ধু স্টেডিয়াম, মিরপুর ক্রিকেট স্টেডিয়াম। ঢাকার রাস্তায় লেগেছে আলোকসজ্জা। মিডিয়ায় ক্রিকেট বিশ্লেষকদের আলোচনার ঝড়, বিজ্ঞাপনে ক্রিকেট, টি-শার্টে বিশ্বকাপ, পাড়ায়-মহল্লায় আলোচনায় বিশ্বকাপ। সবই ঠিক আছে, তবুও কোথায় যেন অনিশ্চয়তা। ফতুল্লায় সিঁড়ি ভেঙে কানাডার একজন ক্রিকেটারের আঘাত পাওয়া, চট্টগ্রামে বিমানের যান্ত্রিক ত্রুটি ভালো সব কাজের ভিড়ে কলঙ্কের ছাপ ফেলেছে বৈকি। তবুও আমরা স্বপ্ন দেখি সফল আয়োজক হবার। যাতে সবাই মনে রাখে বাংলাদেশের আয়োজনের কথা। ২০১৪ সালের টি-২০ বিশ্বকাপের আগেই তো এসব ত্রুটি সারাতে হবে, যাতে এবারের হাত ধরে আগামীবার আরো জাঁকজমক হতে পারে আয়োজন। বিসিবির নিজস্ব স্টেডিয়াম থাকলে হয়তো এখনও অব্যবস্থাপনা থাকতো না, দুর্ভাগ্য সবই ক্রীড়া পরিষদের হাতে। তারা ফাইল চালাচালি করে কালক্ষেপণ করে বিশ্বকাপ আয়োজনে কালিমা লেপনের কর্মটি প্রায় করে ফেলেছেন। তবুও চেষ্টা চলছে সবকিছু ঠিকঠাক করার, করতেই তো হবে। দেখাতে হবে না, ইচ্ছা করলে আমরা ৯ মাসেও স্টেডিয়াম প্রস্তুত করতে পারি।
এর দ্বারা পোস্ট করা
Unknown
এই সময়ে
১০:০১ AM
এটি ইমেল করুন
এটি ব্লগ করুন!
X-এ শেয়ার করুন
Facebook-এ শেয়ার করুন
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন