লিব্রে অফিস রিলিজ হয়েছে কিছুদিন হলো। আমরা যারা ফাএনজা আইকন সেট ব্যবহার করছি তারা নিশ্চয়ই লক্ষ্য করেছি লিব্রে অফিস খুললে ফাএনজাতে ওপেন অফিসের আইকন দেখা যায়। এটা কেমন যেন লাগে। এজন্যই Funnyguy ফাএনজা আইকনে লিব্রে অফিসের জন্য চমৎকার কিছু আইকন তৈরী করেছেন। প্রথমেই গ্নোম লুক থেকে ডাউনলোড করে নিন কম্প্রেসড ফাইলটি। তারপর ডেস্কটপে এক্সট্রাক্ট করুন। টার্মিনাল খুলে ফাইলটির লোকেশনে যান।এরপর নিচের কমান্ডগুলো দিন।
sudo ./lo-install
পাসওয়ার্ড দিয়ে ইনস্টল করে ফেলুন আইকনগুলো।
শুক্রবার, ৪ ফেব্রুয়ারী, ২০১১
ফাএনজার জন্য লিব্রে অফিস আইকন
এর দ্বারা পোস্ট করা
Unknown
এই সময়ে
৯:৪০ PM
এটি ইমেল করুন
এটি ব্লগ করুন!
X-এ শেয়ার করুন
Facebook-এ শেয়ার করুন
লেবেলসমূহ:
উবুন্টু,
ফাএনজা,
লিনাক্স,
লিব্রে অফিস
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন